Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লজ্জার হার ভারতের, ৮ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে ৩-১ এ সফলভাবে আধিপত্য বিস্তার করার পর, আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্য ফিরল বিরাট বাহিনী, যেখানে তাঁরা ৫ টি২০ ম্যাচের জন্য…

Avatar

ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে ৩-১ এ সফলভাবে আধিপত্য বিস্তার করার পর, আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্য ফিরল বিরাট বাহিনী, যেখানে তাঁরা ৫ টি২০ ম্যাচের জন্য ইংল্যান্ডের মুখোমুখি হবে। ২০২১ এর প্রথম টি ২০ ম্যাচেই চরম বিপর্যয়ের মুখে পড়তে হল ভারতকে। ৮ উইকেটে ভারতকে হারাল ইংল্যান্ড বাহিনী। উদ্বোধনী স্লটে কেএল রাহুল ও শিখর ধাওয়ান ব্যাট হাতে ব্যর্থ হলেন।

ওপেনার শিখর ধাওয়ান ১২ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিওনে ফেরেন। অন্যদিকে তাঁর পার্টনার কেএল রাহুল ৪ বলে ১ রান করে আরচারের বলে ক্লিন বোল্ড হন। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে ০ রান। পন্থ এবং আইয়ার চরম ভরাডুবির থেকে রান টেনে তোলেন। পন্থ ২৩ বলে ২১ রান করে। এবং আইয়ার ৪৮ বলে ৬৭ রান করেন। দলে ফিরলেও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে নিজের প্রতিভা দেখাতে ব্যর্থ হন।২১ বলে তাঁর রান ১৯। ভারত ইংল্যান্ডের সামনে টেনেটুনে মাত্র ১২৫ রানের টার্গেট রাখতে সক্ষম হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ব্যাট হাতে বিপর্যয়ের মুখে পরার পর, ইংল্যান্ডকে বোলিং এর মাধ্যমে জব্দ করতে পারেনি ভারত। মাত্র ২ উইকেট হারিয়ে ভারতের দেওয়া টার্গেট ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ১৫.৩ ওভারে তাঁদের রান ১৩০। ভারতের হয়ে চাহাল ও সুন্দর ১ টি করে উইকেট পান। ইংল্যান্ডের ওপেনার রয় ৩২ বলে ৪২, বাটলার ২৪ বলে ২৮, মালান ২০ বলে ২৪ (অপরাজিত) ও জনি বেয়ারস্টো ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

About Author