সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে যোতিকা পাসওয়ান নামের এক যুবতীকে হিট ভোজপুরি গানের তালেই নেটনাগরিকদের একাংশের নজর আকর্ষণ করতে দেখা গিয়েছে। এদিন সবুজ রঙের ডিজাইনার শাড়ি ও মানানসই ব্লাউজেই সেজেছিলেন তিনি। এদিন ‘ছাটাতা তেলছাতা’র তালেই দক্ষতার সাথে এই ইনস্টারিলটি বানিয়েছিলেন তিনি। তিনি যে এই ধরনের রিল বানাতে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত বলাই বাহুল্য, ভোজপুরি গানের তালে তাল মিলিয়েই নেটনাগরিকদের পাশাপাশি নিজের অনুরাগীদের একাংশের মাঝে পুনরায় চর্চায় উঠে এসেছেন যোতিকা।
হিট ভোজপুরি গানে এনার্জেটিক ডান্স এই সুন্দরী মেয়ের, এভাবে বাজতে লাগল করতালি (VIDEO)
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন