Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপেক্ষার অবসান, স্বপ্নপূরণ হলো রাণু মন্ডলের!

অরূপ মাহাত: রাণুর ভক্তদের জন্য সুখবর। এতদিন অল্প অল্প করে শুনেই মন ভরাতে হচ্ছিল তাঁদের। তবে এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসতে চলেছে রাণু মন্ডলের সম্পূর্ণ গান। সেই রাণু…

Avatar

অরূপ মাহাত: রাণুর ভক্তদের জন্য সুখবর। এতদিন অল্প অল্প করে শুনেই মন ভরাতে হচ্ছিল তাঁদের। তবে এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসতে চলেছে রাণু মন্ডলের সম্পূর্ণ গান। সেই রাণু মন্ডল, যার উত্থান হার মানিয়েছিল বলিউডের গল্পকেও।

তবে রাণুর এই সাফল্যে হয়তো একটুও খুশি নন অনেকেই৷ যে কারণে এক শ্রেণির মানুষের অতি সক্রিয়তায় রাণুকে নকল করে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে খিল্লি৷ ট্যুইটারে, ফেসবুকে ইনস্টাগ্রামে রাণুর ছবি ব্যবহার করে তৈরি হচ্ছে মিম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও এই সব ঘটনাকে বেশি পাত্তা দিচ্ছেন না রাণু মন্ডল ও তাঁর সহযোগীরা। রাণু নিজের গতিতেই এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের দিকে৷ আর এই যাত্রায় তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়াকে। খুব সম্প্রতি আরেকটি গানের প্লেব্যাক করলেন রাণু।

‘তেরি মেরি কহানি’র পর এবার হিমেশ রেশমিয়ার সুরে গাওয়া রাণু মণ্ডলের সেই গানটি সামনে এল৷ গানের কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন হিমেশ নিজেই৷ গানটিতে দেখা যাচ্ছে নীল শাড়ি পরে মাইকের সামনে দাঁড়িয়ে রাণু যেন এবার আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট৷ আর পাশে রয়েছেন তাঁর এই সাহস জোগানোর কারিগর হিমেশ রেশমিয়া।

About Author