Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘Awarapan 2’-তে ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধলেন নতুন নায়িকা, এবার রোমান্সে জমবে পর্দায়

বলিউডপ্রেমীদের জন্য সুখবর। ইমরান হাশমির জনপ্রিয় ছবি আওয়ারাপান আবার ফিরছে বড় পর্দায়। নির্মাতাদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ছবিটির সিক্যুয়েল। জানা গিয়েছে, এই দ্বিতীয় অংশের শুটিং খুব শিগগিরই শুরু হবে।…

Avatar

বলিউডপ্রেমীদের জন্য সুখবর। ইমরান হাশমির জনপ্রিয় ছবি আওয়ারাপান আবার ফিরছে বড় পর্দায়। নির্মাতাদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ছবিটির সিক্যুয়েল। জানা গিয়েছে, এই দ্বিতীয় অংশের শুটিং খুব শিগগিরই শুরু হবে। ইমরানের বিপরীতে এইবার দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানিকে।

পুরনো হিট, নতুন রোমাঞ্চ

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আওয়ারাপান। বিক্রম ভাট পরিচালিত সেই ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য না পেলেও, দর্শক মহলে আলাদা কদর অর্জন করেছিল। ইমরান হাশমির অভিনয় এবং ছবির গানগুলি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজও ইউটিউব বা মিউজিক অ্যাপে আওয়ারাপান ছবির গান শোনা যায়। ছবিতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রিয়া শরণ। তাঁদের রসায়ন সেই সময় বেশ প্রশংসিত হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিক্যুয়েল নিয়ে উত্তেজনা

সোশ্যাল মিডিয়ায় সিক্যুয়েলের খবর প্রকাশিত হতেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতিমধ্যেই অনেকেই আওয়ারাপান ছবির পুরনো গান ব্যবহার করে রিল বানাচ্ছেন। দর্শকদের মতে, ইমরানের এই চরিত্রের ফিরে আসা মানেই নতুনভাবে আবেগ, রোম্যান্স এবং অ্যাকশনের মিলন।

নতুন জুটি: ইমরান ও দিশা

এইবার ছবির মূল চমক হল নায়িকা হিসেবে দিশা পাটানির নাম। যদিও প্রযোজক দল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবুও খবর অনুযায়ী দিশা ইমরানের বিপরীতে সাইন করেছেন। বলিউডে এই জুটি প্রথমবার বড়পর্দায় একসাথে দেখা যাবে। দিশার গ্ল্যামার এবং ইমরানের রোম্যান্টিক ইমেজ একত্রে দর্শকদের কাছে বড় আকর্ষণ হতে চলেছে।

কবে মুক্তি পাবে?

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি ২০২৬ সালের ৩ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই অনুযায়ী আগামী বছরেই শুরু হবে শুটিং। আপাতত ভক্তরা ছবির কাহিনি এবং অফিসিয়াল ট্রেলার দেখার জন্য অপেক্ষা করছেন।

About Author