এই সিনেমাতে একাধিক দৃশ্যে বিদ্যা বালানের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করেছিলেন ইমরান হাশমি। কিন্তু তিনি মনে করতেন এমন করেছেন বলে শেষ পর্যন্ত তার পারিশ্রমিক কাটা যাবে। কিন্তু কেন? আসলে এই ঘনচক্কর সিনেমার প্রযোজক ছিলেন বিদ্যা বালানের স্বামী সিদ্ধার্থ। তাই ইমরান হাশমি ভয় পেতেন যে এত চুম্বন দৃশ্য করার জন্য হয়তো শেষ পর্যন্ত তার পারিশ্রমিক কাটা যাবে। তবে তিনি পরে বুঝিয়েছিলেন যে সিনেমার স্টোরির দরকারের জন্য তিনি কিস করেছেন।এই কথা সম্প্রতি কিছুদিন আগে নিজেও স্বীকার করেছেন অভিনেত্রী বিদ্যা বালান। তিনি একটি ইভেন্টে গিয়ে জানিয়েছেন যে ঘনচক্কর সিনেমার শুটিং চলাকালীন ইমরান হাশমি সর্বদায় চিন্তিত থাকত যে সিনেমার পর তার পারিশ্রমিক কেটে নেওয়া হবে। তবে আসলে এমনটা কখনোই হয়নি। দীর্ঘদিন ধরেই বলিউড থেকে দূরে রয়েছেন বিদ্যা বালান। অন্যদিকে ইমরান হাশমি বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন।View this post on Instagram
বিদ্যা বালানকে চুমু খেয়ে চিন্তায় পড়েছিলেন ইমরান হাশমি, এই কারণ
বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে…

আরও পড়ুন