টেক বার্তা

ইলেকট্রিক বাইক চলবে জলে, জেনে নিন বাইকের দাম

×
Advertisement

কিছু বছর আগে Manta 5 হাইড্রোফয়েলার ই-ওয়াটার বাইকের একটি ভিডিও প্রকাশ্যে এনেছিল। এটি প্রকাশ করা হয়েছিল ২০১৭ সালে। আট বছর ধরে এই ওয়াটার বাইক তৈরি করছে নিউজিল্যান্ডের কোম্পানি। এই বছরের জুন মাসে Manta 5 hydrofoiler এর ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে। এই নতুন ই বাইকের দাম রাখা হয়েছে ৭,৪৯০ মার্কিন ডলার।

Advertisements
Advertisement

কার্বন ফাইবার এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এই বাইকের ওজন মাত্র ২৯ কিলোগ্রাম। খুব সহজেই ভ্রমণ করা সম্ভব জলে এই বাইকের মাধ্যমে। তবে সর্বোচ্চ ১১০ কিলোগ্রামের রাইডার এই বাইকে চড়তে পারবেন। বাইকটির সামনের উইং ৪ ফিট চওড়া। এটিতে দেওয়া হয়েছে ৪৬০ ওয়াটের মোটর। এছাড়া অ্যাসিস্ট পাওয়ার জন্য রয়েছে ২২AH এর লিথিয়াম আয়ন ব্যাটারি। সব কিছুর ওজন কম হওয়ার জন্য এই বাইকের ওজন ও কম রাখা হয়েছে।

Advertisements

Manta 5 এর তরফ থেকে জানানো হয়েছে যে যারা Hydrofoiler XE-1 তারাই চালাতে পারবেন এটিকে। অর্থাৎ যারা সাঁতারে দক্ষ তারাই পারবে। রাইডারের ওজন ১৩০ পাউন্ড থেকে ২২০ পাউন্ড হতে পারে বলে ও জানানো হয়েছে। ১৫ টি প্যাডেল স্ট্রোক করলেই এই বাইক চলবে জলে। রয়েছে একটি ডিসপ্লেও, যা বাইকের গতি এবং ব্যাটারির অবস্থা জানাবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button