Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্য সফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার, খতিয়ে দেখবেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি

আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকার ভিত্তিতে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তার আগে বুধবার রাজ্য সফরে আসতে চলেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ…

Avatar

আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকার ভিত্তিতে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তার আগে বুধবার রাজ্য সফরে আসতে চলেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। ডিসেম্বরের পর এবারের সফরে তার ঠাসা কর্মসূচি রয়েছে। বুধবার সকালে দফায় দফায় জোনভিত্তিক বৈঠক করার কথা তার।

ডিসেম্বর মাসে ভোট প্রস্তুতির হাল-হকিকত দেখে গিয়েছিলেন তিনি। এবারে কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্য জানুয়ারিতে আবারও আসছেন সুদীপ জৈন। উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে দু’দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন সুদীপ জৈন। এছাড়াও, দক্ষিণবঙ্গের প্রেসিডেন্সি, বর্ধমান এবং মেদিনীপুর ডিভিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা তার। রাজনৈতিক দলগুলির সঙ্গেও তিনি আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সফরে সম্পূর্ণ কাজ খতিয়ে দেখা তার প্রধান উদ্দেশ্য। এছাড়াও রাজ্যেরআইন-শৃঙ্খলা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেবেন ডেপুটি নির্বাচন কমিশনার। এই জন্য তিনি বিভিন্ন জেলা প্রশাসনকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার পরিসংখ্যান দেওয়ার জন্য রিপোর্ট তৈরি রাখতে বলেছেন। গতবারের রাজ্য সফরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়তে হামলা থেকে শুরু করে আরো অনেক অভিযোগ নিয়ে দিল্লিতে কমিশনের অফিসে দরবার করেছে রাজ্য বিজেপি। ফলে এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যতম একটি ইস্যু হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

About Author