Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার প্রভাবে বাকি নির্বাচন কি একসঙ্গে হবে? উত্তর দিল নির্বাচন কমিশন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই চতুর্থ দফা সম্পন্ন হয়েছে। আগামী পঞ্চাশ নির্বাচন ১৭ এপ্রিল বা শনিবার। কিন্তু এপ্রিল মাসের শুরু থেকেই পাল্লা দিয়ে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার। চলতি…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই চতুর্থ দফা সম্পন্ন হয়েছে। আগামী পঞ্চাশ নির্বাচন ১৭ এপ্রিল বা শনিবার। কিন্তু এপ্রিল মাসের শুরু থেকেই পাল্লা দিয়ে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার। চলতি বছরের শুরুতে দেশজুড়ে করোনার প্রভাব অনেকটা কমে গেলেও মার্চ মাসের শেষ থেকে গোটা দেশজুড়ে করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রের সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। তবে পশ্চিমবঙ্গেও সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে। ভোট পরিস্থিতিতে করোনার গগনচুম্বি গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলছে রাজ্যবাসীকে।

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের জন্য প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল বিজেপি ও সংযুক্ত মোর্চার নেতা কর্মীরা জনসভা ও রোড শো করছেন। সেখানে কার্যত সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে হাজার হাজার মানুষ জমায়েত করছে। এর ফলে বাড়ছে করণা সংক্রমণ। তাই কিছুদিন আগে বলা হয়েছিল যে পঞ্চম দফার নির্বাচনের পর শেষ তিন দফা নির্বাচনে অর্থাৎ ২২,২৬ ও ২৯ এপ্রিলের ভোট একসাথে একদিনে করে নেবে। সম্ভবত সেই দিন ছিল ২৪ এপ্রিল। তবে গতকাল সেই জল্পনা উড়িয়ে দিল নির্বাচন কমিশন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতকাল নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত জেলাশাসক এর সাথে ভার্চুয়াল বৈঠক করে। সেই বৈঠকের পর সমস্ত জল্পনায় জল ঢেলে নির্বাচন কমিশন জানিয়েছে, “পূর্বনির্ধারিত সূচি মেনে একুশে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। আসলে শেষ মুহূর্তে এক দফায় ভোট করাতে গেলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। তারপর আবার নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাতে অনেক সময় লেগে যেতে পারে। এছাড়া পুরো প্রক্রিয়াতে কাজের জটিলতা সৃষ্টি হতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ২৪ ঘন্টা রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৯২ জন যা উদ্বেগে ফেলেছে রাজ্যবাসীকে।

About Author