Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনের দিন ঘোষণা হতেই নজরবন্দি “কেষ্টদা”, নির্বাচন কমিশন রেকর্ড করবে তার ভাষণ

গতকাল নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন। আর একদিন কাটতে না কাটতেই আজ থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এর ওপর নজরদারি শুরু করে দিল…

Avatar

গতকাল নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন। আর একদিন কাটতে না কাটতেই আজ থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এর ওপর নজরদারি শুরু করে দিল নির্বাচন কমিশন। তার প্রত্যেকটি জনসভা বা ভাষণ এবার থেকে রেকর্ড করা হবে। আজ অর্থাৎ শনিবার থেকে এই কাজ শুরু করল নির্বাচন কমিশন। আজকে কেষ্টদার বোলপুরের সবার ওপর নজরদারি চালানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে ২ প্রতিনিধি এসে অনুব্রত মণ্ডলের সবার ছবি তুলে নিয়ে গেছেন।

তার ওপর নজরদারি চলছে এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন, “ওদের দেখে ভালো লাগছে। আসছে আরও আসুক। দুটো লোকে কি হবে? আমি সামনে এক কথা বলি, পিছনে তো অন্য কথা বলব, সাইডে অন্য কথা বলব। দশটা ক্যামেরা দিতে হবে ওদেরকে।” আসলে অনুব্রত মণ্ডল আজকে বোলপুরে কোয়াক ডাক্তারদের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “যদি আমি কিছু ভুল বলে থাকি আমি জোড়হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভগবান। আর আপনারাই আল্লাহ। যারা গ্রামীণ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার তারা সবাই মিলে এই ভোটটা করিয়ে দেবেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হলে অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করা হয় যে নির্বাচন কমিশন এবার যদি তাকে নজরবন্দি জায়গায় ঘরবন্দি করে দেয় তাহলে কি হবে? সেই উত্তরে তিনি জানিয়েছেন, “আমি চোর না ডাকাত যে আমায় ঘরবন্দি করবে? যত আইন ওরা জানে, সবাই নয় দাড়িওয়ালার কাছে। আমাদের কাছে কিছু নেই।”

About Author