Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে কলকাতার ফাঁকা রাস্তায় অসাধারণ বেহালা বাজালেন বৃদ্ধ শিল্পী, কুর্নিশ নেট দুনিয়ার

করোনা ভাইরাসের কোপে জর্জরিত গোটা দেশ। কলকাতাও এই ভাইরাসের থেকে বাদ যায়নি। কলকাতায়ও একই ভাবে চলছে লাগাতার লকডাউন, বলতে গেলে কার্যত লকডাউন। এর মধ্যেও কিছু মানুষ এমন আছেন যারা এই…

Avatar

By

করোনা ভাইরাসের কোপে জর্জরিত গোটা দেশ। কলকাতাও এই ভাইরাসের থেকে বাদ যায়নি। কলকাতায়ও একই ভাবে চলছে লাগাতার লকডাউন, বলতে গেলে কার্যত লকডাউন। এর মধ্যেও কিছু মানুষ এমন আছেন যারা এই কঠিন সময়ে মানুষের মন জয় করে নেন তাদের সুপ্ত প্রতিভার মাধ্যমে। তারা হয়ত খুবই সাধারণ মানুষ। কিন্তু তাদের অসাধারণ প্রতিভার বহিঃপ্রকাশ আমাদের অনেককেই মুগ্ধ করে এবং আমাদের অনুপ্রাণিত করে, এই বিশ্বাস জানিয়ে, যদি এনারা করতে পারেন তাহলে আমরা কেনো না? সেরকমই এক অসাধারণ প্রতিভাবান অথচ অপরিচিত একজন শিল্পীর ব্যাপারে কথা বলব।

যারা এই মুহূর্তে নেট দুনিয়ায় ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই একটি ভিডিও দেখেছেন যেখানে একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে দাড়িয়ে তার বেহালা বাজিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। এই ব্যক্তির নাম ভগবান মালি এবং ইনি বর্তমানে কলকাতার গিরিশ পার্ক এর বাসিন্দা। তাকে কলকাতার একাধিক জায়গায় তার বেহালা বাজিয়ে সকলকে আনন্দ দিতে দেখা যায়। তবে এবারে কলকাতার এই অসামান্য শিল্পী সোশাল মিডিয়ায় ভাইরাল হলেন। এতদিনে হয়ত বিশ্বস্তরে কেউ তার প্রতিভার কদর করবে। কলকাতা নিবাসী ফেসবুক ব্যবহারকারী অনিন্দিতা ঘোষ তার বেহালা বাজানোর ভিডিও ক্যাপচার করে সোশাল মিডিয়ায় আপলোড করা মাত্রই এই বৃদ্ধ শিল্পীটি হয়ে গেলেন ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এলাকা বিডন স্ট্রিটের রাস্তায় দাড়িয়ে এই মানুষটিকে বেহালা বাজাতে দেখা যাচ্ছে। একটি বন্ধ দোকানের সামনে দাড়িয়ে আছেন তিনি তার বেহালা কাধে নিয়ে। ২ জুন এই ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়েছে এবং মাত্র ৭ দিনের মধ্যেই এই ভিডিও ৯,২০০ জন শেয়ার করে ফেলেছেন এবং ৮,৮০০ জন ভিডিওতে রিয়্যাক্ট করেছেন। এই বৃদ্ধ মানুষটির অসাধারণ প্রতিভা সকলের মন ছুয়ে গেছে।

সকলেই তার জন্য অনেক শুভেচ্ছা এবং তার নিরোগ ভবিষ্যতের কামনা করেছেন। অনেকেই তাকে সাহায্য করার জন্যও এগিয়ে এসেছেন বলে খবর। আবার অনেকে তাকে সাহায্য করার জন্য তার বাড়ির ঠিকানা এবং ব্যাংক একাউন্ট এর নম্বর নিতে চেয়েছেন। কমেন্ট বক্সে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘His melody made me speechless’ অর্থাৎ , ‘তার এই সুর আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি।’

About Author