Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Relationship Tips: এই ৩টি জিনিস বিয়ের সাথে সাথেই প্রতিটি দম্পতির জীবনে বদলে যায়

বিয়ে আমাদের দেশে একটি পবিত্র বন্ধন। বিয়ে শুধু দুজন মানুষের হয় না এর সাথে দুটো পরিবারও মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু বিশেষ বদল আসে সেই নতুন কপোত কপোতীর জীবনের অনেক…

Avatar

বিয়ে আমাদের দেশে একটি পবিত্র বন্ধন। বিয়ে শুধু দুজন মানুষের হয় না এর সাথে দুটো পরিবারও মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু বিশেষ বদল আসে সেই নতুন কপোত কপোতীর জীবনের অনেক ক্ষেত্রে। বিয়ের পর প্রতিটি দম্পতির জীবনেই অনেক পরিবর্তন আসে। এমতাবস্থায়, এই পরিবর্তনগুলি কখনও হৃদয়কে প্রশান্তি দেয় এবং কখনও কখনও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই দুই ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে হয় প্রতিটি বিবাহিত দম্পতিকে। পরিবর্তনের এই মাপকাঠিতে উত্তীর্ণ হলেই প্রতিটি বিবাহিত জীবন সফল হয়। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক বিয়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক বিবাহিত দম্পতির জীবনে কী কী পরিবর্তন আসে, এবং কি ভাবে তার মোকাবিলা করে জীবনকে আরো সুন্দর করে তোলা যায়।

১) অগ্রাধিকার পরিবর্তন:-
বিয়ের পর বেশিরভাগ মানুষের অগ্রাধিকার পাল্টে যায়। আগে হয়তো বন্ধু এবং অফিস ছিল আপনার প্রাধান্য, কিন্তু বিয়ের পর জীবনসঙ্গীকে সত্যিকার অর্থে প্রাধান্য দেওয়া উচিত। একে অপরের খুঁটি নাতি জেনে নিয়ে চিনতে পারলে পছন্দ অপছন্দ, তাহলেই পরের দিন গুলো সুখের হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) নিজের অভ্যেস বদল-
দম্পতিরা বিয়ের পর একে অপরের সাথে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি এই জিনিসগুলো মেনে চলেন। আগে যে জিনিসগুলো বিব্রতকর লাগতো, সেগুলো এখন নিত্যদিনের ব্যাপার। যেমন গ্যাস পাস করা, স্নান না করে চা পান করা, টয়লেটে বেশি সময় কাটানো, ব্রাশ করার জন্যে সময় ইত্যাদি, এখন এই অভ্যেস বদল করে নেওয়া উচিত।

৩) ভালোবাসা শুধু গুণ দিয়েই হয় না, দোষকেও ভালোবাসতে হবে:-
মাঝে মাঝে দূরে থেকে যে মানুষটিকে আপনার কাছে আকর্ষণের মূর্তি মনে হয়, বিয়ের পর আবার উল্টোটাও হতে পারে। আপনি যতটা ভেবেছিলেন জীবন ততটা সহজ এবং সুন্দর নয়। এমন পরিস্থিতিতে, বিয়ের কয়েকদিন পরেই আপনি বুঝতে পারেন যে আপনাকে কেবল সঙ্গীর শক্তি নয়, তার ত্রুটিগুলিও মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনি সুখী দাম্পত্য কাটাতে পারবেন জীবনভর।

এখানে প্রদান করা তথ্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বা ব্যাক্তি অনুযায়ী প্রয়োগ করা উচিত। ভারত বার্তা কখনই কারো ব্যাক্তি সাধিনতায় হস্থোখেপ করতে ইচ্ছুক নয়। সময় সুযোগ বুঝে সকল কর্ম করার অনুরোধ করছি আমরা আপনাদের। এই তথ্যের দায়ভার ভারত বার্তার ওপর বর্তায় না।

About Author