Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন কার্তিক, KKR-এর নতুন অধিনায়ক মর্গ্যান

iplআজ রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কেকেআরের তরফে অবশ্য…

Avatar

iplআজ রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কেকেআরের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যা ছাঁটাইয়ের অতীত ইতিহাস, তাতে স্পষ্ট যে, দীনেশকে ‘বাধ্য’ই করা হয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিতে। কেকেআরের ক্রমাগত  ব্যর্থতার সময়েই কার্তিকের বদলে মর্গ্যানকে অধিনায়ক করার দাবি উঠেছিল।

কার্তিকের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কেকেআররের সিইও ভেঙ্কি মাইসোর জানান,’আমরা দীনেশ কার্তিকের  মতো একজন নেতা পেয়ে খুব খুশি যার কাছে দলের প্রাধান্য আগে। অধিনায়কত্ব ছাড়ার এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সাহস লাগে। আমরা তাঁর সিদ্ধান্তে অবাক হলেও সেটাকে সম্মান জানাচ্ছি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মর্গ্যান প্রসঙ্গে তিনি জানান,’২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক কে আমরা সহ-অধিনায়ক হিসাবে পেয়ে খুব উচ্ছ্বসিত। তাঁর অধিনায়কত্ব দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি।  কলকাতা নাইট রাইডার্সের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা দীনেশ কার্তিককে ধন্যবাদ জানাতে চাই শেষ আড়াই বছরে তাঁর দায়িত্বের জন্য। আশা করছি মর্গ্যানের নেতৃত্বে কলকাতা বেশ ভাল খেলবে।’

About Author