Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রীরা স্বামীকে পেটানোয় শীর্ষে মিশর, ভারতের অবস্থান ঠিক কত নম্বরে?

বিশ্ব জুড়ে যেখানে ক্রমশই বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা, সেখানে ভারতীয় নারীদের এক অন্য রূপ উঠে এলো বিশ্বের সামনে। সম্প্রতি ইউনাইটেড নেশনসের প্রকাশিত একটি রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, স্বামী বা…

Avatar

বিশ্ব জুড়ে যেখানে ক্রমশই বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা, সেখানে ভারতীয় নারীদের এক অন্য রূপ উঠে এলো বিশ্বের সামনে। সম্প্রতি ইউনাইটেড নেশনসের প্রকাশিত একটি রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, স্বামী বা বরকে পেটানোর দিক থেকে ভারতীয় মহিলারা আছেন তৃতীয় স্থানে। তালিকায় প্রথম স্থানে আছেন মিশরের মহিলারা। দ্বিতীয় স্থানে আছেন ব্রিটেনের মহিলারা।

রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, মিশরীয় মহিলারা স্বামী পেটানো ও নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মিশরের পাশাপাশি এক্ষেত্রে ব্রিটেন ও ভারতও অবস্থান করে। মিশরের ফ্যামিলি কোর্ট থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, ৬৬ শতাংশ মহিলারা যারা স্বামীকে হেনস্থা করে তারাই আবার কোর্টে ডিভোর্স এর মামলার আবেদন করে। পাওয়া তথ্য অনুসারে স্ত্রী’রা স্বামীর ওপর অত্যাচারের ক্ষেত্রে হাত প্রয়োগ করা ছাড়াও বিভিন্ন গার্হস্থ্য সামগ্রী যেমন বেল্ট, জুতো, পিন ইত্যাদি সামগ্রীকেও কাজে লাগায়। কিছু মহিলা ঘুমের ওষুধও ব্যবহার করে থাকেন বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতে নারী নির্যাতন যেখানে নিত্যদিনের সমস্যা সেখানে এরকম একটা ঘটনায় তৃতীয় স্থান পাওয়া অবাক করার মতোই বটে! নারীরা নির্যাতিত হওয়ার পাশাপাশি যে পাল্টা মারও দিচ্ছে এ তথ্য থেকেই তা পরিষ্কার। নারীরা যে আর পড়ে পড়ে মার খাবেন না সেই তথ্যই দিচ্ছে এই পরিসংখ্যান।

news source : siasat

About Author