Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিম ভাত পাওয়া যাবে মাত্র ৫ টাকায়, মা প্রকল্পের সূচনায় বললেন মুখ্যমন্ত্রী

বাজেটে একপ্রস্থ ঘোষণা করা হয়েছিল। এবারে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে গরিবদের মাত্র ৫ টাকায় ভাত ডাল, ডিম এবং সবজির তরকারি দেওয়া হবে।…

Avatar

বাজেটে একপ্রস্থ ঘোষণা করা হয়েছিল। এবারে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে গরিবদের মাত্র ৫ টাকায় ভাত ডাল, ডিম এবং সবজির তরকারি দেওয়া হবে। কলকাতার আপাতত ১৪৪টি ওয়ার্ডের ১৬ টি বোরো এলাকাতে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প চালু করা হয়েছে পরীক্ষামুলকভাবে। যদিও সারা রাজ্যে পরে এই প্রকল্প চালু করা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ” সাধারণ মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে সরকার। বহু গরিব মানুষ বাইরে কাজ করেন। তাদের ঘরে খাওয়ার সুযোগ হয় না। তাই তাদের জন্য মায়ের নামে প্রকল্প চালু করা হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে চলবে এই প্রক্রিয়া। এবারে স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্প পরিচালনা করবে। এর ফলে বাংলার ব্যবসাক্ষেত্রে একটা পরিকাঠামো গড়ে উঠবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মাত্র ৫ টাকায় আপনাদের দেওয়া হবে ভাত, ডাল, সবজির একটি তরকারী এবং ডিম। দুপুরবেলা ১ টা থেকে ৩ টে পর্যন্ত এই প্রকল্প চালানো হবে। প্রথমে কিছু সমস্যা হতে পারে। সম্ভাবনা আছে খাবার ফুরিয়ে যাবার। কিন্তু ধীরে ধীরে প্রয়োজন বুঝে চাহিদা দেখে বন্দোবস্ত করা হবে। বাজেট ঘোষণার মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যেই চালু করা হবে প্রকল্প। এই প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে সর্বমোট ১০০ কোটি টাকা।

পাশাপাশি ভার্চুয়ালি বালুরঘাট, আলিপুরদুয়ার এবং হাওড়া এলাকার মা প্রকল্প খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোটা ব্যবস্থাপনা দেখে মুখ্যমন্ত্রী মজার ছলে বললেন, “আমি কিন্তু একদিন খেতে যাবো। এটা আমি বাংলার মা বোনেদের উৎসর্গ করলাম আমি।”

About Author