বেতন বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন পার্শ্বশিক্ষকরা। বিধাননগরে উন্নয়ন ভবনের কাছে আমরণ অনশনের ডাক দিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে বললেন, সরকার চুপ করে বসে নেই। ধীরে ধীরে সব করার আশ্বাস দিলেন তিনি।
শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘পার্শ্বশিক্ষকদের দাবিগুলি বিবেচনা করা হচ্ছে। সরকার চুপ করে বসে নেই। আমরা আগেও বলেছি, এনসিটিই’র নিয়ম অনুযায়ী যাদের যোগ্যতা আছে, তাদের ব্যবস্থা অবশ্যই করা হবে। ওরা সবটা একসাথে চাইছেন, যেটা সম্ভব না।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিক্ষামন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ২০১৮ সালেই পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানো হয়। ২০১৮ সালে তাদের বেতন ৫০-৬০ শতাংশ বাড়ানো হয়। এছাড়াও পার্শ্বশিক্ষকদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা, মূল শিক্ষকদের মতো বেতন বাড়ানো এসব বিষয় গুলোও দেখা হয়েছে সরকারের তরফে। এসব ছাড়াও তাঁরা যাতে ঠিকমতো ছুটি পান, ক্লাস করাতে পারেন সেগুলোও দেখা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, বেশিরভাগ পার্শ্বশিক্ষকদের এক বছরের প্রশিক্ষণ ছিল। সরকারের খরচে তাদের পুরো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নয়তো অনেক পার্শ্বশিক্ষকের চাকরি চলে যেত বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।