নিউজদেশ

মোদি সরকারের বড় উপহার, আর কিছুদিনের মধ্যেই সস্তা হতে চলেছে রান্নার তেল

ভারত সরকারের খাদ্য এবং গণবন্টন দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর

×
Advertisement

ভারতের সাধারণ মধ্যবিত্ত জনতার জন্য একটি ভাল খবর রয়েছে এবং তার সাথেই রয়েছে একটি খারাপ খবর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে জোর ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত সংসার। তবে ভালো খবরটি হল, রান্নার তেলের দাম কমতে চলেছে খুব শীঘ্রই। বুধবার খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি জরুরী বৈঠক করে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই দাম কমাতে হবে ভোজ্য তেলের। বেশ কিছু তেল প্রস্তুতকারী সংস্থাও সেই বৈঠকে উপস্থিত ছিল বলেও সূত্রের খবর।

Advertisements
Advertisement

এই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একসাথে আলোচনা করে খাদ্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছে, বিভিন্ন তেলের এমআরপি খুব শীঘ্রই বদল করতে হবে ভারতের নামিদামি সংস্থাগুলিকে। খাদ্য এবং গণবণ্টন বিভাগের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ভোজ্য তেলের দাম কমতে চলেছে সারা ভারতে। কেন্দ্রীয় সরকারের অনুমান, বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রায় ২০ টাকা প্রতি লিটার পর্যন্ত রান্নার তেলের দাম কমতে পারে।

Advertisements

কেন্দ্রীয় সরকারের বৈঠকে উপস্থিত থাকা তেল বিক্রয়কারী সংস্থাগুলি দাম কমানোর জন্য রাজি হয়েছে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে রান্নার তেলের দাম কিছুটা কম হওয়ার পরে, ভারতীয় সংস্থাগুলিও তাদের প্যাকেটজাত ভোজ্য তেলের দাম অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদি রান্নার তেলের দাম মোটামুটি কুড়ি টাকা প্রতি লিটার কম হয়ে যায়, তাহলে মধ্যবিত্তের কিছুটা সুবিধা হবে।

Advertisements
Advertisement

তবে বেশ কিছু দেশের কাছে ভোজ্য তেলের স্টক অনেকটাই থাকার ফলে এই মুহূর্তে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম অনেকটাই কম। তার পাশাপাশি উৎপাদিত সয়াবিন বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই। তাই একই সঙ্গে সোয়াবিন তেলের দাম অনেকটাই কমতে চলেছে ভারতীয় মার্কেটে। বিগত দিনে বাদাম তেলের দাম বাদ দিয়ে বেশ কিছু রান্নার তেলের প্যাকেটের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা প্রতি লিটার কমানো হয়েছিল। এবারে সেই ধারাকেই বজায় রেখে প্রতি লিটারে ২০ টাকা দাম কমতে চলেছে রান্নার তেলের।

Related Articles

Back to top button