হাতে আর মাত্র দুটো দিন তারপরই ভারতের ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ভারতের প্রথম দিন-রাত্রির টেস্ট ম্যাচ। সেই ম্যাচ উপলক্ষে শহর কলকাতায় এখন সাজো সাজো রব। ইডেনে গার্ডেনকেও নতুনভাবে সাজানো হচ্ছে।
ইডেনের দুটি দেওয়ালে শিল্পীরা অসাধারণ হাতের কাজের মাধ্যমে শিল্পকলা ফুটিয়ে তুলেছেন। একটি দেওয়ালে দেখা যাচ্ছে একজন বালক বাড়ির উঠোন থেকে বোলিং রান-আপ শুরু করেছে এবং সেটি শেষ হচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়ামে এসে। অপর দেওয়ালে একজন বালক বাড়ির পাশে ব্যাট খেলতে খেলতে ছয় মারার জন্য স্টেপ-আউট করার ভঙ্গিতে এগিয়ে চলেছে এবং যখন ছয়টি সম্পন্ন হচ্ছে তখন বালকটি একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছে গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকজন ক্রিকেটারকে গলি ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সেই ঘটনা শিল্পকর্মের মাধ্যমে গ্রাফিক চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ইডেনের দেওয়ালে। এর আগে ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের আগে ইডেনের মূল প্রবেশপথের সামনের অংশ শিল্পীদের হাতের কাজের মাধ্যমে সেজে উঠেছিল।