Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিষেকের স্ত্রীকে সিবিআই নোটিশের পর এবার ফিরহাদ কন্যাকে নোটিশ পাঠাল ইডি, কিন্তু কেন?

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED) নোটিস পাঠায় পুরমন্ত্রীর তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বড় মেয়ে প্রিয়দর্শিনীকে (Priyadarshini)। সূত্রে খবর, ইডি প্রিয়দর্শিনীর বাড়িতে…

Avatar

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED) নোটিস পাঠায় পুরমন্ত্রীর তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বড় মেয়ে প্রিয়দর্শিনীকে (Priyadarshini)। সূত্রে খবর, ইডি প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই নোটিস দিয়ে এসেছে। তদন্তকারীদের দাবি, গত কয়েক বছর ধরে প্রিয়দির্শনীর স্বামী ইয়াসির হায়দার (Iasir Haudar) বিদেশে গেছেন একাধিকবার, ফলে সেই সূত্রেই বিদেশে টাকা পাচার করা হয়েছে এমনটাই সন্দেহ ও অভিযোগ ইডির! তবে নোটিসের বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘এই বিষয়ে আমি কিছু জানি না। এখনও পর্যন্ত কিছু শুনতে পাইনি।’

ইডি সূত্রে খবর, ইয়াসিরের সঙ্গে নাম জড়িয়েছে এক বিদেশি অভিনেত্রীরও। কার মাধ্যমে, কিভাবে, টাকা পাচার করা হচ্ছে তা খতিয়ে দেখছেন ইডি-র তদন্তকারীরা। ফলে সেই কারণেই নজরদারি করা হচ্ছে প্রিয়দর্শিনীর বিভিন্ন ব্যাংক একাউন্টের ওপর। চলছে তার তলবও। চলতি সপ্তাহে প্রিয়দর্শিনীকে ফের তদন্তের জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানায় তদন্তকারীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author