Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Eastern Railway special train: গঙ্গাসাগর মেলা ও ইডেনের ম্যাচ উপলক্ষে ভিড় সামলাতে উদ্যোগী রেল, বিশেষ ট্রেন চলবে একাধিক স্টেশন থেকে

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সেই ভিড় সামলানোর জন্য এবারে ৬ দিন ১২টি অতিরিক্ত ট্রেন চালানর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেন সার্ভিস শুরু করার…

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সেই ভিড় সামলানোর জন্য এবারে ৬ দিন ১২টি অতিরিক্ত ট্রেন চালানর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেন সার্ভিস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। পূর্ব রেলের শিয়ালদা শাখায় এই ট্রেন চালাবে ভারতীয় রেল। তার পাশাপাশি ১২ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা একদিবসীয় ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেনে। সেই ম্যাচ উপলক্ষেও ও ভিড় সামলানোর জন্য চেষ্টা করছে রেল।

রেল সূত্রে খবর, শিয়ালদা শাখার একাধিক লাইনে এই ট্রেন চালান হবে। ৩টি ট্রেন চলবে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে, ৫টি ট্রেন ছাড়বে নামখানা থেকে, ১টি করে ট্রেন ছাড়বে লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে। অন্যদিকে ২টি ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে। শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি ট্রেন ছাড়বে, সকাল ৬টা ১৫ মিনিটে, দুপুর ২টো ৪০ মিনিটে এবং ৪টে ২৪ মিনিটে। কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ৭টা ৩৫ এবং রাত সাড়ে ৯টায়। নামখানা স্টেশন থেকে ৫টি ট্রেন ছাড়বে রাত ২টো ৫, সকাল ৯টা ১০, সকাল ১১টা ১৮, সন্ধে ৬টা ৩৫ এ‌বং সন্ধে ৭টা ৫ মিনিটে। কাকদ্বীপ থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে দুপুর ২টো ৪০ মিনিটে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যে সমস্ত গ্যালোপিং ট্রেন চল হবে সেগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দাপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। অন্যদিকে, কলকাতা স্টেশন থেকে যে ট্রেন ছাড়বে, সেগুলি কলকাতা ও মাঝেরহাট স্টেশনের মধ্যে সব স্টেশনে থামবে। তবে ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাশিনগর হল্ট স্টেশনে ট্রেন না দাড় করানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্যদিকে ১২ জানুয়ারি যেহেতু ইডেন গার্ডেনে ম্যাচে আছে, তাই সেই ম্যাচের জন্য প্রিন্সেপ ঘাট থেকে বারাসাত পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালান হবে। ট্রেনটি রাত ১০টা ৩৫ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ছাড়বে। যাত্রাপথে ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে।

About Author