Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল, আইএসএলের দরজা খোলা শুধুই সময়ের অপেক্ষা

কলকাতা: মোহনবাগান আগেই পৌঁছে গিয়েছিল। আর এইবার আইএসএলের মাঠে দেখা যেতে চলেছে শতবর্ষ পেরোনো ক্লাব ইস্টবেঙ্গলকে। স্বভাবতই খুশির হাওয়া বইছে লাল-হলুদ শিবিরে। খুব একটা কাঠঘর না পুরিয়েই যখন সবুজ-মেরুন কর্তা…

Avatar

কলকাতা: মোহনবাগান আগেই পৌঁছে গিয়েছিল। আর এইবার আইএসএলের মাঠে দেখা যেতে চলেছে শতবর্ষ পেরোনো ক্লাব ইস্টবেঙ্গলকে। স্বভাবতই খুশির হাওয়া বইছে লাল-হলুদ শিবিরে। খুব একটা কাঠঘর না পুরিয়েই যখন সবুজ-মেরুন কর্তা টুটু বসু ও সৃঞ্জয় বসুরা নিজেদের দলকে দেশের সর্বোচ্চ লিগ খেলার টিকিট এনে দিতে সক্ষম হয়েছিল, তখন ইনভেস্টর না পাওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছিল লাল-হলুদ কর্তাদের কপালে। কিন্তু কোনওভাবেই হার স্বীকার না করে অবশেষে শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পাশে পেল ইস্টবেঙ্গল। এর ফলে আইএসএলের দরজা খুলে গেল মশাল বাহিনীর সামনে।

করোনা আবহের মধ্যে সকলে যখন স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে মরিয়া, তখন লাল হলুদ সমর্থকদের মনে এক টুকরো আনন্দ যেন ছড়িয়ে দিল এই খবর। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা চুড়ান্ত হওয়া মাত্রই সবুজ গালিচায় আবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকে দেখার আশায় দিন গুনছে ফুটবলপ্রেমীরা। আই লিগ, কলকাতা লিগের মতো এবার আইএসএল-ও জমে উঠবে, এমনটাই আশাবাদী সকলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author