এদিন জয়ের লক্ষ্যে প্রথমার্ধের শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে পিলকিংটনরা। ১৩ মিনিটের মাথাতেই প্রতিপক্ষের কোনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রবি ফাউলারের ছেলেরা। তারপর গোটা প্রথমার্ধ গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। কিন্তু শেষমেষ ইস্টবেঙ্গল ১ গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে।FULL-TIME | #KBFCSCEB@JeaksonT's first #HeroISL goal rescues a point for @KeralaBlasters #HeroISL #LetsFootball pic.twitter.com/iIUHjNWqNk
— Indian Super League (@IndSuperLeague) December 20, 2020
দ্বিতীয়ার্ধের প্রথম দিকে গোলের খোঁজ করলেও দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে ৭১ মিনিটে দুরন্ত গোল করার চেষ্টা করে কেরালা ব্লাস্টার্স। কিন্তু দুর্ধর্ষ সেভ করেন লাল-হলুদ গোলকিপার দেবজিত মজুমদার। এর ফলে সবাই যখন ধরে ফেলেছিল যে, আইএসএলে প্রথম জয় পেতে চলেছে ইস্টবেঙ্গল, তখন ইনজুরি টাইমে জিকসনের গোলে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স। শেষ মুহূর্তে এসে ড্র দিয়ে ম্যাচ শেষ করতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। এর ফলে ছয় ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে ইস্টবেঙ্গল। আর ছয় ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে কেরালা ব্লাস্টার্স।What an electrifying first half it has been. We lead 1-0 though, courtesy an own-goal by KBFC's Bakary Kone. Maghoma, Pilkington and Rafique did well there to create the opportunity! Great commitment shown by our lads.
— East Bengal FC (@eastbengal_fc) December 20, 2020
Half Time: KBFC 0-1 SCEB#KBFCSCEB #ChhilamAchiThakbo pic.twitter.com/j2OoUeO5r7
Only 1️⃣ team remains unbeaten at the end of Round 7⃣
— Indian Super League (@IndSuperLeague) December 20, 2020
Here are the standings 📝#HeroISL #LetsFootball pic.twitter.com/uvXtxSSske