Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রবিবাসরীয় ম্যাচে এগিয়ে থেকেও জয় পেল না ইস্ট বেঙ্গল

ছটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের কাছে। গতকাল, রবিবারের ম্যাচের আগে ইস্টবেঙ্গলের গ্রাফের দিকে তাকালে দেখা গিয়েছিল, চারটি ম্যাচে হার এবং একটিতে ড্র করে পয়েন্টের খাতায়…

Avatar

ছটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের কাছে। গতকাল, রবিবারের ম্যাচের আগে ইস্টবেঙ্গলের গ্রাফের দিকে তাকালে দেখা গিয়েছিল, চারটি ম্যাচে হার এবং একটিতে ড্র করে পয়েন্টের খাতায় মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে মশাল বাহিনী। গতকাল, রবিবার ইস্টবেঙ্গলের বিপক্ষ দল ছিল কেরালা ব্লাস্টার্স। কিবু ভিকুনার দলের অবস্থাও একইরকম। তাও সচিনের দলের বিরুদ্ধে খেলতে নেমে ৩ পয়েন্ট ঘরে তুলতে পারল না ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে এগিয়ে থেকেও শেষমেষ ড্র করতে হল ইস্টবেঙ্গলকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন জয়ের লক্ষ্যে প্রথমার্ধের শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে পিলকিংটনরা। ১৩ মিনিটের মাথাতেই প্রতিপক্ষের কোনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রবি ফাউলারের ছেলেরা। তারপর গোটা প্রথমার্ধ গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। কিন্তু শেষমেষ ইস্টবেঙ্গল ১ গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে।

দ্বিতীয়ার্ধের প্রথম দিকে গোলের খোঁজ করলেও দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে ৭১ মিনিটে দুরন্ত গোল করার চেষ্টা করে কেরালা ব্লাস্টার্স। কিন্তু দুর্ধর্ষ সেভ করেন লাল-হলুদ গোলকিপার দেবজিত মজুমদার। এর ফলে সবাই যখন ধরে ফেলেছিল যে, আইএসএলে প্রথম জয় পেতে চলেছে ইস্টবেঙ্গল, তখন ইনজুরি টাইমে জিকসনের গোলে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স। শেষ মুহূর্তে এসে ড্র দিয়ে ম্যাচ শেষ করতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। এর ফলে ছয় ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে ইস্টবেঙ্গল। আর ছয় ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে কেরালা ব্লাস্টার্স।

About Author