দেশনিউজ

ফের কেঁপে উঠল রাজধানী, ক্ষতিগ্রস্ত ৪৮ কিলোমিটার জায়গা

Advertisement
Advertisement

নয়াদিল্লি: চলতি বছরে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। বিশেষ করে দিল্লি মাঝে মাঝেই ভূকম্পনে কেঁপে উঠছে। আজ, শুক্রবার ফের ভূমিকম্প অনুভূত হয় রাজধানীর বুকে। বাড়ি-ঘর নড়তে শুরু করে, যার ফলে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে, ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২। দিল্লি সহ এই ভূকম্পন গুরগাঁও ও হরিয়ানাতেও অনুভূত হয়েছে। ৪৮ কিলোমিটার জায়গা এই ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। যদিও কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement
Advertisement

মাঝে মাঝেই কেঁপে উঠছে রাজধানী। কিন্তু কেন? কী সেই কারণ, যা এখনও জানা সম্ভব হয়নি। তবে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন সময় কেঁপে উঠছে। যদিও ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের সংখ্যা অনেক বেশি দিল্লিতে। তবে বৃহস্পতিবার মনিপুর, রাজস্থানেও ভূকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাই রক্ষে।

Advertisement

গত এপ্রিল-মে মাসে দিল্লিতে পাঁচবার ভূমিকম্প হয়েছিল। দেশের চতুর্থ সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ জায়গার মধ্যে দিল্লির স্থান রয়েছে। এখানে ৭.৯ রিখটার স্কেল পর্যন্ত ভূমিকম্প অনুভূত হতে পারে। টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভারতীয় উপমহাদেশে ঘন ঘন ভূমিকম্প হয়। সাম্প্রতিককালে দিল্লির বুকে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়া নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এই ভূকম্পনের মাত্রাগুলি অনেক কম ছিল, কিন্তু আগামী দিনে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button