Today Trending Newsদেশনিউজ

সকালের পর গভীর রাতে আরও ৬ বার কেঁপে উঠল অসম, এটা কি বড় প্রলয়ের ইঙ্গিত? 

গতকাল রাতে প্রথম তরঙ্গ ভূপৃষ্ঠে ধাক্কা মারে ১২:২৪ মিনিটে

Advertisement
Advertisement

গতকাল বুধবার সকালে প্রথম অসম সহ উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্প কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎসস্থল হলো অসমের শোণিতপুর। এই কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নিচে ছিল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। সকালের এই ভয়াবহ ভূমিকম্পের পরে গতকাল রাতেই ফের কাঁপলো অসম। সকালের পর গতকাল গভীর রাতে মোট ৬ বার ভূমিকম্প হয় অসমে। এই বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর সেইসমিওলজি জানিয়েছে, প্রথমে গতকাল রাত ১২ টার পর থেকেই ধাপে ধাপে মোট ৬ বার ভূমিকম্প হয় অসমের শোনিতপুরে। প্রথম তরঙ্গ ভূপৃষ্ঠে ধাক্কা মারে ১২:২৪ মিনিটে। প্রথম তরঙ্গের রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৬।

Advertisement
Advertisement

প্রথমবারের পর আরও ৫ বার কম্পন অনুভূত হয় অসমে। প্রথম তরঙ্গের উৎস স্থল ছিল অসমের তেজপুর থেকে ৩৮ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার নিচে ধাক্কা মারে প্রথম তরঙ্গ। তারপর রাত ১:১০, রাত ১:২০, রাত ১:৪১ ও রাত ১:৫২ মিনিটে বাকি চারটি ভূমিকম্প অনুভূত হয়। এগুলি রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ২.৯, ৪.৬, ২.৭, ২.৩। এছাড়াও শেষ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল উত্তর-পশ্চিম। রাত ২:২৮ মিনিটে ফের একবার ভূমিকম্প হয় যার রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৭।

Advertisement

Advertisement
Advertisement

 

গতকাল থেকেই বারংবার ভূমিকম্পে কেঁপে উঠছে অসম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এতবার ভূমিকম্প কি কোন বড় প্রলয়ের পূর্বাভাস? এই প্রসঙ্গে এনসিএস জানিয়েছে যে অসমের ওই এলাকা এমনিতেই অতি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। এই জায়গায় বাড়ি ভারতীয় টেকটনিক প্লেটের উপর ইউরেশিয়ান প্লেট রয়েছে। এর ফলে অভিসারী সংঘর্ষ ভূমিকম্পের সৃষ্টি হয়। আগামীকাল কোন বড়োসড়ো ভূমিকম্পের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

Related Articles

Back to top button