আয়কর বিভাগের পক্ষ থেকে প্যান কার্ড কে সম্প্রতি বাধ্যতামূলক ডকুমেন্ট এর মধ্যে যোগ করা হয়েছে। প্যান কার্ড ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অথবা ব্যাংক একাউন্ট কোনটির খোলা সম্ভব নয়। সেই কারণেই প্রতি মানুষের প্যান কার্ড থাকা অত্যন্ত জরুরী। এমন সময় প্রতি মাসে যে কি করবে খুব কম সময়ের মধ্যে তৈরি করব প্যান কার্ড। আপনি কি জানেন কেবল কিছুসময়ের মধ্যেই প্যান কার্ড করা সম্ভব? কিবোর্ড আপনার আধার কার্ড ব্যবহার করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার ভার্চুয়াল প্যান কার্ড। চলুন জানা যাক কিভাবে,
প্রয়োজনীয় তথ্যগুলি-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅনলাইনে প্যান কার্ড তথা E- Pan card কে Apply করার জন্য দরকার আধার কার্ডের ১২ ডিজিট। বলা বাহুল্য, আধার কার্ডের সাথে মোবাইল নং কানেক্ট থাকা জরুরী৷
কি করে করবেন আবেদন-
১. প্রথমে ভিজিট করতে হবে ই- ফাইলিং পোর্টালে। সেখানে গিয়ে ক্লিক করুন Instant Pan through Aadhaar বিকল্পে।
২. সেখানে Apply আধার এ ক্লিক করুন। সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নং এ চলে আসবে ওটিপি। সেটি লিখলেই ভেরিফাই হয়ে যাবে আধার।
৩. তার পরেই গ্রাহক পিডিএফ ফর্মাটে পেয়ে যাবেন নিজের প্যান কার্ড।