আজ থেকে শহরের রাস্তায় চালু হচ্ছে অটো পরিষেবা। দীর্ঘদিন লকডাউনের জেরে বন্ধ থাকার পর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে ফের চালু হচ্ছে অটো। চতুর্থ দফার লকডাউন ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ২৭ মে থেকে শহরে অটো চলতে শুরু করবে। তবে বিশেষ স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলতে হবে।
করোনা সতর্কতার জন্য যে সব বিধিনিষেধ রয়েছে, সবটাই মানতে হবে। এখন থেকে অটোতে চালক ছাড়া ২ জন যাত্রী নেওয়া যাবে। এছাড়া চালক ও যাত্রী সবাইকেই মাস্ক পড়তে হবে। আজ সকাল থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতাতে অটো চলতে দেখা গেছে। তবে ভাড়া আগের ভাড়ার থেকে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে। তবে যাতায়াতের সুবিধার কথা ভেবে অনেক যাত্রীই এই ভাড়া বৃদ্ধিতে আপত্তি করছে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্টোডাঙা থেকে জোড়াবাগান রুটের অটোভাড়া আগে ১৪ টাকা ছিল, এখন ২০ টাকা নেওয়া হচ্ছে। দক্ষিণ কলকাতার হাজরা,বালিগঞ্জ, গড়িয়া, রাসবিহারী থেকে বেহালা, এই রুটগুলিতে অটো চলছে। তবে প্রায় ১০ টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে।