Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্গাপুজোর সময় চলবে অনেক বেশি মেট্রো, জানুন কখন মিলবে সবথেকে ভালো পরিষেবা – KOLKATA METRO

কলকাতার মেট্রো রেলওয়ে সম্প্রতি ঘোষণা করেছে যে, শহরের জনগণের যাতায়াতের সুবিধার্থে এবারে দুর্গাপূজার উদযাপনের দিনগুলিতে পূর্ব-পশ্চিম করিডোরে মেট্রোর পরিষেবাগুলি মধ্যরাত পর্যন্ত চলবে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো পূর্ব-পশ্চিম করিডোরে (গ্রিন লাইন) সপ্তমী…

Avatar

কলকাতার মেট্রো রেলওয়ে সম্প্রতি ঘোষণা করেছে যে, শহরের জনগণের যাতায়াতের সুবিধার্থে এবারে দুর্গাপূজার উদযাপনের দিনগুলিতে পূর্ব-পশ্চিম করিডোরে মেট্রোর পরিষেবাগুলি মধ্যরাত পর্যন্ত চলবে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো পূর্ব-পশ্চিম করিডোরে (গ্রিন লাইন) সপ্তমী (২১ অক্টোবর), অষ্টমী (২২ অক্টোবর) এবং নবমীতে (২৩ অক্টোবর) ৭২টি মেট্রো পরিষেবা চালাবে। মেট্রো পরিষেবা সকাল ১১.৫৫ টায় শুরু হবে এবং মধ্যরাত পর্যন্ত চলবে। এই করিডোরে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।সময়সূচীপুজোর প্রধান তিনটি দিনে প্রথম পরিষেবা সকাল ১১.৫৫ টায় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শুরু হবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে, প্রথম পরিষেবা দুপুর ১২টায় শিয়ালদহ পর্যন্ত শুরু হবে।শেষ পরিষেবা শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১১.৩৫ টায় শুরু হবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে, শেষ পরিষেবাটি ১১.৪০ টায় শিয়ালদহ থেকে শুরু হবে।দশমীতে (২৪ অক্টোবর), মেট্রো সকাল ১১:৫৫ থেকে রাত ৮টা পর্যন্ত ৪৮টি ট্রেন (২৪টি পূর্বমুখী এবং ২৪টি পশ্চিমগামী) চালাবে। এই করিডোরে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।প্রথম পরিষেবা সকাল ১১.৫৫ টায় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শুরু হবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে, প্রথম পরিষেবা দুপুর ১২টায় শিয়ালদহ পর্যন্ত শুরু হবে।শেষ পরিষেবা শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সন্ধ্যা ৭.৩৫ টায় শুরু হবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ পরিষেবাটি সন্ধ্যা ৭.৪০ টায় শুরু হবে।আবার ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক সময়সূচী আবার শুরু হবে।
About Author