Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রানী মুখার্জির বাড়িতে প্রতিবছর ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়

শ্রেয়া চ্যাটার্জী: দুর্গাপূজার সময় বলিউডের মুখার্জি বাড়িতেও শুরু হয় দুর্গাপুজো। প্রতিবছর এই বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এখানে দুর্গাপুজোর মূল আকর্ষণ হলো তনুজা, পুরনো দিনের বলিউডের নায়িকা। এবং তার…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী: দুর্গাপূজার সময় বলিউডের মুখার্জি বাড়িতেও শুরু হয় দুর্গাপুজো। প্রতিবছর এই বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এখানে দুর্গাপুজোর মূল আকর্ষণ হলো তনুজা, পুরনো দিনের বলিউডের নায়িকা। এবং তার দুই কন্যা কাজল ও তানিশা এছাড়াও রয়েছেন রানী মুখার্জি।

বলিউডের তারকারা ভিড় জমান এই পুজো দেখতে। এখন এখানকার পূজোর মূল আকর্ষণ রানী মুখার্জীর মেয়ে। সে পুরোই নাকি দেখতে ছোট রানী। তাই আপনি যদি মুম্বাইয়ের বাসিন্দা হন নিশ্চয়ই একবার ঘুরে এসেছেন কিন্তু যারা যাননি তাদের কে বলে দিই যদি একবার হাতে সময় নিয়ে যান তো এখানে গেলে আপনি দেখতে পাবেন চাঁদের হাট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সব সময় তারা সমানভাবে সময় দিতে না পারলেও, তাদের কিন্তু মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় মশগুল হতে, সাধারণের সঙ্গে কথা বলতে, রিপোর্টারদের সঙ্গে আলাপ আলোচনা করতে এবং বিশেষ করে ভোগ নিবেদন করতে। এছাড়া রানী মুখার্জিকে তো বেশ বেশ কয়েকবার বিজয়া দশমীতে মাকে বরণ করতে দেখা গেছে। সিঁদুরে মাখামাখি হয়ে একেবারে বঙ্গ ললনা।

About Author