নিউজ

বিদেশের মাটিতে, হংকংয়ের বাঙালিদের দুর্গোৎসব পালন!

Advertisement
Advertisement

অরূপ মাহাত: বাঙালীর প্রধান উৎসব দুর্গোৎসব। শুধু বাংলা নয় দেশ বিদেশের নানান প্রান্তে বসবাসকারী বাঙালীরা মেতে উঠেন দুর্গোৎসবে। শারদের সাদা মেঘ যখন ভিড় জমায় নদীপাড়ের কাশফুলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে, ঠিক তখন সারা বিশ্বের বাঙালীরা মেতে ওঠেন উমার আরাধনায়। অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের আগমনের এই চার নানান আয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন বাঙালীরা। বাংলা ছাড়িয়ে দেশ বিদেশের নানা প্রান্তে দুর্গোৎসবের আয়োজন আজ আমরা তুলে ধরবো।

Advertisement
Advertisement

আজকে আমরা হংকংয়ের দুর্গোৎসবের ছবি তুলে ধরবো। পুজোর এই চার দিন হংকংয়ে বসবাসকারী প্রবাসী বাঙালীরা মেতে ওঠেন দুর্গোৎসবে। এই সময় হংকংয়ের বিভিন্ন জায়গা সেজে ওঠে বাঙালীয়ানার ছোঁয়ায়। বাংলার দুর্গাপূজার স্বাদ প্রবাসী বাঙালীরা পুরোপুরি উপভোগ করেন এখানে। মাতৃ আরাধনার পাশাপাশি চলে দেদার ভূরিভোজ। চলে নাচ গানের অনুষ্ঠান। রবীন্দ্র সংগীত থেকে শুরু আধুনিক বাংলা গানে মেতে থাকেন এখানকার বাঙালীরা। পুজোপাঠ থেকে ঢাকের বাদ্যি, খাওয়া দাওয়া থেকে নাচগান সব কাজই নিজেদের মধ্যে ভাগ করে নেন এখানে বসবাসকারী প্রবাসী বাঙালীরা। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button