কলকাতা: হাতে আর মাত্র ৫৮ দিন তারপরেই মর্ত্যে আগমন হবে দেবী দুর্গার। ঢাকের কাঠি, আলোর রোশনাই, ধূপ, ধুনো, কর্পূরের গন্ধে ভরে উঠবে বাংলা। প্রতি বছরই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় কেনাকাটার ধুমধাম। কিন্তু এবছরের ছবি সম্পূর্ণ আলাদা , করোনা আবহে থমকে গেছে স্বাভাবিক জীবন। প্রাণ ভয়ে সবাই ঘর বন্দী ।
আর কিছু মানুষ কাজের তাগিদে বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন। করোনা সংক্রমণে নিত্য সঙ্গী মাস্ক এবং স্যানিটাইজার। এমনকি নিজের জীবন বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে প্রিয় মানুষদের থেকে। আললক প্রক্রিয়ায় একে একে দোকান বাজার, রেস্তোরা শপিং মল খুললেও আগের মতন ভিড় নেই কোথাওই। তাই এবছর পুজোর ক্ষেত্রেও বদলাতে চলেছে আগের সকল নিয়ম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে শহরের বেশ কয়েকটি পুজো কমিটি ফোরামের প্রাথমিক গাইডলাইন মেনে মণ্ডপ তৈরির কাজ আরম্ভ করেছিলো, কিন্তু সরকারি গাইডলাইন প্রকাশের আগে পুজো কমিটিগুলিকে প্যান্ডেল তৈরির কাজ না করার অনুরোধ জানানো হয়। এমনকি আগের সপ্তাহেই কমিটিগুলির কাছে মণ্ডপ সম্পর্কে সব খোঁজখবর নেয় স্থানীয় থানা। আর এরপরেই কয়েকটি কমিটির কাছে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ আসে।
পরে জানানো হয় পুজো কমিটির কর্মকর্তাদের সাথে বৈঠক করবে প্রশাসন মহল। তার পরেই পুজোর চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরেই এগোবে পুজোর থেমে থাকা যাবতীয় কাজ। কিন্তু এখনো পর্যন্ত কমিটির কর্মকর্তাদের সাথে আবার মণ্ডপ তৈরির কাজ চালিয়ে যাওয়ার কথা বলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।