উত্তর কলকাতার আরেকটি গুরুত্বপূর্ণ পুজো হলো কোন চলি সার্বজনীন। এবারে এদের থিম মাকে বলো। এখানকার কর্মকর্তারা বিশ্বাস করছেন যে মাকে বললেই আমাদের সব ইচ্ছে পূরণ হবে, এমনিতেও আমাদের যা যা ইচ্ছে তা আমরা মায়ের কাছে ভক্তি ভরে ডাকি এবং মায়ের কাছ থেকে চেয়ে নি। আর এই ভাবনাকেই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই কুমোরটুলির সার্বজনীন পুজোর মন্ডপে শিল্পীরা। মণ্ডপের ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন একটি বড় গাছ। গাছটি শাখা প্রশাখা বিস্তার করে দুদিকে ছড়িয়ে পড়েছে। মণ্ডপটি সজ্জিত হয়েছে ফুচকাওয়ালার বেতের স্ট্যান্ড দিয়ে। প্রতিমা তে থাকবে সাবেকিয়ানার ছোঁয়া।
DURGA PUJA 2019: এক ক্লিকে দেখুন কুমারটুলি সার্বজনীন এর প্রতিমা ও প্যান্ডেল!
উত্তর কলকাতার আরেকটি গুরুত্বপূর্ণ পুজো হলো কোন চলি সার্বজনীন। এবারে এদের থিম মাকে বলো। এখানকার কর্মকর্তারা বিশ্বাস করছেন যে মাকে বললেই আমাদের সব ইচ্ছে পূরণ হবে, এমনিতেও আমাদের যা যা…

আরও পড়ুন