এবছর 86 বছরে পদার্পণ করল হাতিবাগান নবীন পল্লী দুর্গোৎসব। হাতিবাগান চার মাথার মোড় থেকে খান্নার দিকে কিছুটা দূরত্ব গেলেই বাঁ হাতে পড়বে এই পুজো। বর্তমানে আমাদের নানান কাজের চাপ, তার জন্য আমরা নিজেদের শরীরের একদমই খেয়াল রাখতে পারিনা। নানান রকম রোগ বাসা বাঁধে আমাদের শরীরে। কিন্তু সুষম খাদ্য আহার এবং যোগাভ্যাস এর মাধ্যমে আমরা কি করে আমাদের লাইফস্টাইল কে ঠিক করতে পারব, এই ভাবনায় ফুটে উঠেছে এই মণ্ডপের মধ্য দিয়ে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকবে প্রতিমা ও।বাঁশ ও বেত দিয়ে প্যান্ডেল টি সেজে উঠছে।
DURGA PUJA 2019: এক ক্লিকে দেখুন হাতিবাগান নবীন পল্লী এর প্রতিমা ও প্যান্ডেল!
এবছর 86 বছরে পদার্পণ করল হাতিবাগান নবীন পল্লী দুর্গোৎসব। হাতিবাগান চার মাথার মোড় থেকে খান্নার দিকে কিছুটা দূরত্ব গেলেই বাঁ হাতে পড়বে এই পুজো। বর্তমানে আমাদের নানান কাজের চাপ, তার…

আরও পড়ুন