দমদম অঞ্চলের মধ্যে দমদম পার্ক ভারত চক্র একটি উল্লেখযোগ্য। পঞ্চমী থেকে এখানে মানুষের ঢল নামতে শুরু করে। এবারের থিম মূর্ত বিমুর্ত। জ্ঞানকে প্রসারিত করা এবারে এটাই দমদম পার্ক ভারত চক্র এর মূল বিষয়। তার ওপর ভিত্তি করেই প্যান্ডেল টি সজ্জিত হয়েছে। যে যত জ্ঞানী হবে সে ততই মানসিকভাবেও প্রসারিত হবে। মূর্ত অর্থাৎ যেটা আমরা জানি বা দেখতে পাচ্ছি সহজে, আর বিমুর্ত হলো যা আমরা সহজে দেখতে পাই না। জ্ঞান বাড়ার সাথে সাথে আপনার ধারণা বিমুর্ত থেকে মুর্ত এর দিকে যাবে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও সেজে উঠেছে অনবদ্য রূপে।
DURGA PUJA 2019: এক ক্লিকে দেখুন দমদম পার্ক ভারত চক্র এর প্রতিমা ও প্যান্ডেল!
দমদম অঞ্চলের মধ্যে দমদম পার্ক ভারত চক্র একটি উল্লেখযোগ্য। পঞ্চমী থেকে এখানে মানুষের ঢল নামতে শুরু করে। এবারের থিম মূর্ত বিমুর্ত। জ্ঞানকে প্রসারিত করা এবারে এটাই দমদম পার্ক ভারত চক্র…

আরও পড়ুন