বাগবাজার স্টেশন এবং বাগবাজার ঘাট এর খুব কাছেই এই পুজোটি অনুষ্ঠিত হয় । এই পুজোটি যথেষ্ট সাবেকিয়ানা এ মোড়া।চারিদিকে যখন থিমের ছড়াছড়ি, বাগবাজার সার্বজনীন কিন্তু তার ঐতিহ্যকে বজায় রেখেছে। এ বছরে 101 তম বর্ষে পদার্পণ করল এই পুজো টি। এই পুজোর একটি স্পেশালিটি হল বিজয়া দশমীতে এখানকার সিঁদুর উৎসব। যা সত্যিই চোখে পড়ার মত। মন্ডপ সজ্জা য় ব্যবহার করা হয়েছে স্টিলের ছোট ছোট থালা। সবচেয়ে আকর্ষণীয় এখানে মণ্ডপসজ্জা তে ব্যবহৃত হয়েছে ঝিনুক, বাটি। অষ্টমীর বীরাষ্টমী এবং তরোয়াল খেলা এখানে বেশ বিখ্যাত।
DURGA PUJA 2019: এক ক্লিকে দেখুন বাগবাজার সার্বজনীন এর প্রতিমা ও প্যান্ডেল!
বাগবাজার স্টেশন এবং বাগবাজার ঘাট এর খুব কাছেই এই পুজোটি অনুষ্ঠিত হয় । এই পুজোটি যথেষ্ট সাবেকিয়ানা এ মোড়া।চারিদিকে যখন থিমের ছড়াছড়ি, বাগবাজার সার্বজনীন কিন্তু তার ঐতিহ্যকে বজায় রেখেছে। এ…

আরও পড়ুন