কয়েকদিন ধরে টানা দাম বাড়ার পর আবার কমতে শুরু করেছে সোনার দাম। এই নিয়ে টানা দুদিন দাম কমলো সোনার। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। ডলারের তুলনায় টাকার দাম বেড়ে যাওয়ার ফলে সোনার দামে এই পতন। সোনার দাম ১৬৯ টাকা কমে নতুন দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪০,০৭৩ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে অনেকটাই। প্রতি কেজিতে ১০৮৩ টাকা কমে হয়েছে ৪৫,৩২৯ টাকা।
আরও পড়ুন : ২০২২ সালের মধ্যে ভারতের প্রথম জলের তলে মেট্রো ছুটবে কলকাতায়
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২২ ক্যারেট সোনার পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ৪১,০০০ টাকা। গতকাল যেখানে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪১,৩৩০ টাকা সেখানে আজ অনেকটাই কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। বিয়ের মরসুমে এইভাবে পরপর দুদিন সোনার দাম কমার ফলে মধ্যবিত্ত ক্রেতা থেকে শুরু করে ব্যাবসায়ী সকলেই যে উপকৃত হবে সেকথা বলাই বাহুল্য।