বিনোদনবলিউড

Web Series: কিউট রোম্যান্সে ভরপুর এই ৫ ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

আজকাল Netflix এর মত জনপ্রিয় ওটিটি ওয়েবসাইটেও দেখা যায় বোল্ড ওয়েব সিরিজ

Advertisement
Advertisement

বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

Advertisement
Advertisement

বিশেষ করে উল্লু, কোকু এর মত ওয়েবসাইটে রিলিজ করে এই সমস্ত বোল্ড ওয়েব সিরিজ। তবে পিছিয়ে নেই এমএক্স প্লেয়ার বা Netflix বা Amazon Prime। Netflix এর মত জনপ্রিয় ওটিটি ওয়েবসাইটেও দেখা যায় বোল্ড ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজে রয়েছে ভরপুর অন্তরঙ্গ দৃশ্য। এগুলি আপনি বাড়ির লোকের সাথে ভুল করেও দেখবেন না। এগুলি ঘরের দরজা বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে দেখতে হবে। আজকের এই প্রতিবেদনে এমনই ৫ টি ওয়েব সিরিজ সমন্ধে জানাবো যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে।

Advertisement

১) সেক্রেড গেমস:

Advertisement
Advertisement

যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাঁরা অবশ্যই এই সেক্রেড গেমস সিরিজটি নাম শুনেছেন। এতে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকারা অভিনয় করলেও এতে মুহূর্তে মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য। এমনকি আপনি এই ওয়েব সিরিজ পরিবারের সাথে দেখলে লজ্জায় পড়ে যেতে পারেন। ওয়েবসিরিজের গল্প আবর্তিত হয়েছে এক পুলিশ অফিসার ও এক গুন্ডার ঝামেলা নিয়ে। এই ওয়েব সিরিজে রয়েছে ভরপুর সাসপেন্স ও উত্তেজনা চরমে করে দেওয়া অন্তরঙ্গ দৃশ্য। এটি আপনি দেখতে চাইলে বাড়ির দরজা বন্ধ করে অত্যন্ত একান্তে দেখে নিন। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, সাইফ আলী খান। এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ।

২) বোম্বাই বেগম:

এই সিরিজে অভিনয় করেছেন বিগ বস প্রতিযোগী পূজা ভাট যিনি এই সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন করছেন। সিরিজটি বিভিন্ন প্রেক্ষাপটের পাঁচজন সফল নারীকে ঘিরে আবর্তিত হয়েছে। এই সিরিজের গল্প বেশ বোল্ড। তারকাদের একাধিক দৃশ্যে সাহসী কায়দায় অভিনয় করতে দেখা গেছে।

৩) সি:

কিছুদিন আগে Netflix এ রিলিজ করেছে ‘She‘ ওয়েব সিরিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অদিতি পোহনকর। এটি একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। এতে রয়েছে শান্ত চেহারার এক পুলিশ কনস্টেবলের গল্প যে মাদক মাফিয়াদের ধরতে পতিতা হয়ে ওঠেন। ধীরে ধীরে সে নিজেই মাফিয়ার জালে আটকে যায় এবং শেষ পর্যন্ত গল্পটি ভিন্ন মোড় নেয়। ধারাবাহিকে সাহসিকতার পাশাপাশি দুর্দান্ত অভিনয় এবং গল্পও দেখা যাচ্ছে। আর বলা বাহুল্য এতে রয়েছে হট সিন যা দেখে বেসামাল হতে পারেন আপনি। অদিতি ছাড়াও এই ওয়েব সিরিজে কাজ করেছেন বিজয় ভার্মা এবং কিশোর।

৪) ইয়ে কালি কালি আঁখে:

আরেকটি জনপ্রিয়তার শীর্ষে থাকা ওয়েব সিরিজ হল ইয়ে কালি কালি আঁখে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠী, এবং আঁচল সিং, সূর্য শর্মা, সৌরভ শুক্লা, এবং ব্রিজেন্দ্র কালা অরুণোদয় সিং। এই ওয়েব সিরিজের গল্পটি এমন এক ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়েছে যাকে পূর্ভা অবস্থি নামে একজন রাজনীতিবিদ কন্যার হাত থেকে তার জীবন বাঁচাতে হয়। এতে বেশ কিছু সাহসী দৃশ্য রয়েছে যা আপনার একলা দেখা প্রয়োজন।

৫) ডিকাপেলড:

এই ওয়েব সিরিজ দেখলে একবারে টানটান উত্তেজনা অনুভব করবেন আপনি। এর কাহিনীতে দেখানো হয়েছে এক দম্পতি ডিভোর্স নিয়েছে। তারপর একটি স্টার্টআপ এ অদ্ভুত কিছু ঘটনা ঘটছে স্ত্রীয়ের সাথে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন এবং সুরভিন চাওলা।

Advertisement

Related Articles

Back to top button