— Donald J. Trump (@realDonaldTrump) October 5, 2020শনিবার গভীর রাতে ট্রাম্পের হাল হাকিকত জানান নেভি কমান্ডার ডা. সিন কোনলি। শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা তিনি সস্ত্রীক টুইট করে নিজেই জানিয়েছিলেন ট্রাম্প। মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি, বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলে রই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট বলে মত অনেকের।
এর মাঝেই নিজের ভুল নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি একটি ভিডিও টুইট করেন ট্রাম্প। এমনকি ওয়ালটার রিড ন্যাশেনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হতে চলেছেন সেই সংবাদও দেন তিনি।তিনি জানান, হাসপাতালে সারাদিন মেডিক্যাল স্যুট পরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেখান থেকেই তাঁর প্রশাসনিক কাজকর্মও সেরেছেন তিনি।“You see it in enthusiasm for the President outside Walter Reed Hospital. You see it in Registrations, from Florida to Pennsylvania & West Virginia, where Republicans are outstripping Democrats by 2 to 1. If the President bounces back onto the campaign trail, he will be an….
— Donald J. Trump (@realDonaldTrump) October 5, 2020
— Donald J. Trump (@realDonaldTrump) October 5, 2020ট্রাম্প কোনও জটিলতা ছাড়াই অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভিয়ার দ্বিতীয় ডোজটি শেষ করেছেন বলেও জানান কোনলি। এর মাঝেই গতকাল কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে আচমকা বেরিয়ে পড়েন ট্রাম্প। টুইটারে প্রকাশিত এক ভিডিয়োয় ট্রাম্প জানায়, “কোভিডের চিকিৎসা চলাকালীন অনেক কিছুই শিখলাম, জানলাম। এটাই আসল বিদ্যালয়। বিষয়টি ভাল ভাবে হবে।”
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?