Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবাক কান্ড! ট্রাম্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিনে

নিউইয়র্ক: এদিকে ভারত -চিন সংঘাতের সময় কার্যত প্রথম থেকে ভারতের পাশে রয়েছে আমেরিকা তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে আবার খোদ চিনা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ট্রাম্পের। ঘটনাটা বেশ অবাক করার…

Avatar

নিউইয়র্ক: এদিকে ভারত -চিন সংঘাতের সময় কার্যত প্রথম থেকে ভারতের পাশে রয়েছে আমেরিকা তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে আবার খোদ চিনা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ট্রাম্পের। ঘটনাটা বেশ অবাক করার মত। আমেরিকার প্রথম সারির এক সংবাদপত্রে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে, যার সত্যতা স্বীকার করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

‘নিউইয়র্ক টাইমস’ নামক ওই পত্রিকায় ট্রাম্পের ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানিক কর প্রদানের কাগজপত্র হাতে পেয়ে প্রমাণস্বরূপ এই খবর প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট নামের প্রতিষ্ঠানটি এই চিনা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে চালান মার্কিন প্রেসিডেন্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন প্রশ্ন হচ্ছে যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় চিনের বিরোধিতা করে এসেছেন, এমনকি ভারত-চিন সংঘাত নিয়ে যখন গোটা বিশ্বের রাজনৈতিক মহল কোন দেশের পক্ষে থাকবে, সেই নিয়ে প্রশ্ন দেখা দিলে সেখানেও নিরপেক্ষভাবে কার্যত ভারতকেই সমর্থন করে গিয়েছেন ট্রাম্প। এমনকি চিনা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং তার বিরোধী নেতার চিন সম্পর্কে ধারণা নিয়ে ট্রাম্পের কটাক্ষ করা সব কিছুই বুঝিয়েছিল ট্রাম্প চিন বিরোধী। কিন্তু সেই মার্কিন প্রেসিডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কোথাও নয় একেবারে চিনে রয়েছে এটা জেনে হতবাক হতে হয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞদের। যদিও এই ব্যাপারটাকে সামান্য বলেই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

About Author