Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবাক কান্ড! Nuclear Football নিয়ে হাসপাতালে গেলেন ডোনাল্ড ট্রাম্প

শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা তিনি সস্ত্রীক টুইট করে নিজেই জানিয়েছেন। মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি, বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল…

Avatar

শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা তিনি সস্ত্রীক টুইট করে নিজেই জানিয়েছেন। মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি, বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলে রই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট বলে মত অনেকের। এর মাঝেই নিজের ভুল নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি একটি ভিডিও টুইট করেন ট্রাম্প।

যেখানে তিনি সকলকে ধন্যবাদ জানান। এমনকি ওয়ালটার রিড ন্যাশেনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হতে চলেছেন সেই সংবাদও দেন তিনি। জানা গিয়েছে তিনি হাসপাতালে গিয়েছেন একটি সন্দেহজনক ব্যাগ নিয়ে। সেই ব্যাগ এখন আকর্ষণের কেন্দ্রে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সেই রহস্যজনক ব্যাগে রয়েছে নিউক্লিয়ার ফুটবল,কয়েক মিনিটে গোটা দুনিয়া ধ্বংস করে দিতে পারে এই ফুটবল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই রহস্যজনক ব্যাগটিকে Presidential Emergency Satchel বলা হয়। হোয়াইট হাউস থেকে হাসপাতালে যাওয়ার সময়ই সেটি নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন ট্রাম্প, শোনা গিয়েছে নিজের আত্মরক্ষার তাগিদেই তিনি সব সময় ওটি সাথে রাখেন। ট্রাম্প টুইট করে লিখেছেন, ‘সস্ত্রীক আমি কোয়ারেন্টাইনে যাচ্ছি। করোনা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটা দিন একসঙ্গে কাটাবো’।

তাঁর এমন খামখেয়ালীপনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এত খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলেও অনেকে অভিযোগ করেছে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মার্কিন প্রেসিডেন্টের। আর এরপরেই নিজের পাল্লায় এসে পড়েছে করোনা।  এর আগে ১৯৬২ সালে তত্কালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রাণসংশয় দেখা দিয়েছিল। তার পর থেকেই তিনি এই নিউক্লিয়ার ফুটবল নিজের সঙ্গে রাখতেন।

 

About Author