Pan Card Update: বাতিল হতে চলেছে কোটি কোটি প্যান কার্ড, কি করতে হবে জেনে নিন বিস্তারিত

আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন এবং আপনার কাছে যদি প্যান কার্ড থাকে, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, খুব শীঘ্রই বাতিল হতে চলেছে দেশের কোটি কোটি প্যান…

Avatar

আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন এবং আপনার কাছে যদি প্যান কার্ড থাকে, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, খুব শীঘ্রই বাতিল হতে চলেছে দেশের কোটি কোটি প্যান কার্ড। ভারতীয় মন্ত্রিসভার অনুমোদনে প্যান কার্ড নিয়ে বড়ো সিদ্ধান্ত গ্রহণ করেছে আয়কর বিভাগ। তাই প্যান কার্ড সম্পর্কিত নয়া সিদ্ধান্ত সম্পর্কে পরিচিত হওয়া আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। না হলে আপনিও প্যান কার্ডের একাধিক সুবিধা থেকে বঞ্চিত হবেন।

গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্যান কার্ড নিয়ে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরনো প্যান কার্ড বাতিল করে QR কোর্ড সহ নতুন প্যান কার্ড জারি করার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে ভারতীয় আয়কর বিভাগ কর্তৃক প্রায় ৭৮ কোটি প্যান কার্ড জারি করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ প্যান কার্ড গত ১৫ থেকে ২০ বছরের আগের সফটওয়্যার ব্যবহার করে জারি করা হয়েছে। ফলে এই সমস্ত প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই।

যে সমস্ত প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই সেই সমস্ত প্যান কার্ড ব্যবহার করে নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় আয়কর বিভাগের। ফলে প্যান কার্ড কম সময়ের মধ্যে যাচাই করণের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন মন্ত্রিসভা। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত প্যান কার্ডে QR কোর্ড নেই সেই সমস্ত প্যান কার্ড বাতিল করে QR কোর্ড সহ নতুন প্যান কার্ড জারি করবে ভারতীয় আয়কর বিভাগ। তবে QR কোর্ড সহ নতুন প্যান কার্ড সহ নতুন প্যান কার্ড পেতে কোনরকম টাকা খরচ করতে হবেনা সাধারণ মানুষের। সম্পূর্ণ বিনামূল্যে নতুন প্যান কার্ড নাগরিকদের ঠিকানায় পৌঁছে দেবে আয়কর বিভাগ।