Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনি কি লুচি খেতে ভালোবাসেন? লুচি খেতে খেতে আপনার প্রান যেতে পারে। জানুন কিভাবে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমরা অনেকেই লুচি পছন্দ করি। লুচি দেখলে লোভ সামলাতে পারিনা। তবে লুচি খেতে গিয়ে হতে পারে বিপদ। বনগাঁ থানার খয়রামারি এলাকার একজন ব্যাক্তি…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমরা অনেকেই লুচি পছন্দ করি। লুচি দেখলে লোভ সামলাতে পারিনা। তবে লুচি খেতে গিয়ে হতে পারে বিপদ।

বনগাঁ থানার খয়রামারি এলাকার একজন ব্যাক্তি হলেন সুভাষ মিত্র। প্রতিদিনের মতো তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পর তিনি টিফিনে লুচি তরকারি খেতে বসেন। তখনই ঘটে যায় বিপদ। লুচি খেতে গিয়ে তার গলায় লুচি আটকে যায়। স্বাভাবিক ভাবেই তিনি শ্বাস নিতে পারেন না, এবং মারা যান। এই ঘটনার পর তার এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে। এমন এক মর্মান্তিক ঘটনায় সবাই দুঃখিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লুচি আপনার যতই পছন্দের খাবার হোক না কেন লুচি খাওয়ার সময় একটু সাবধানে খাবেন। শুধু লুচিই না অন্য যেকোনো খাবার খাওয়ার সময় একটু ধৈর্য ধরে খাবেন। কখন কি থেকে কোন বিপদ ঘটে যায় তা কেউ বলতে পারে না।

বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। তাই আপনার বাচ্চাদেরকে সতর্ক করুন যে কোনো খাবার খাওয়ার সময় যেন বেশি কথা না বলে আর ধীরেসুস্থে খায়। যতটুকু খাবার সে কোনো অসুবিধা না অনুভব করে গিলতে পারবে ঠিক ততটুকু খাবারই যেন সে মুখে নেয়। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

About Author