Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TRAIN-র ফুল ফর্ম কি জানেন? ১০০ এর মধ্যে ৯৯ জন মানুষই কিন্তু জানেন না

প্রতিদিন ভারতে প্রায় ২ কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। আপনিও হয়তো একাধিকবার ট্রেনে যাতায়াত করেছেন। কিন্তু আপনি কি জানেন এই ট্রেন কথাটির একটি ফুল ফর্ম রয়েছে। ১০০ জনের মধ্যে…

Avatar

প্রতিদিন ভারতে প্রায় ২ কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। আপনিও হয়তো একাধিকবার ট্রেনে যাতায়াত করেছেন। কিন্তু আপনি কি জানেন এই ট্রেন কথাটির একটি ফুল ফর্ম রয়েছে। ১০০ জনের মধ্যে ৯৯ জন জানেন না ট্রেন শব্দটির এই ফুল ফর্ম। বেশিরভাগ মানুষ ট্রেন বলে থাকলেও ট্রেনের একটি হিন্দি নাম রয়েছে। আমরা সব জায়গাতে ট্রেন কথাটি ব্যবহার করে থাকলেও, ট্রেনের একটি হিন্দি নাম রয়েছে সেটা কেউ ব্যবহার করেন না। চলুন আজকে সেইটা নিয়েই আপনাদের সঙ্গে হবে কথা।

আপনারা অনেকেই শুনেছেন হিন্দিতে ট্রেনকে অনেকে রেলগাড়ি বলে থাকেন। কিন্তু, রেলগাড়ি ছাড়াও কিন্তু ট্রেনের একটা আলাদা হিন্দি নাম রয়েছে। সেই নামটা অনেকেই হয়তো জানেন না। আসলে ট্রেনের শুদ্ধ হিন্দি হল লৌহপথ গামীনি। এই কথাটি প্রায় কেউই ব্যবহার করেন না ভারতে। কিন্তু আসলে ট্রেন বলতে গেলে এই কথাটাই বলা উচিত। হিন্দিতে এই কথাটাই আসলে ট্রেনের নাম। ট্রেন কথাটা বলা হিন্দিতে আসলে ভুল। ট্রেন আদতে একটি ইংরেজি শব্দ। কিন্তু, ইংরেজি শব্দ হলেও TRAIN শব্দটি আসলে একটি সংক্ষিপ্ত শব্দ। এর আসলে একটি পূর্ণ কথা রয়েছে। সেটা হয়তো আপনারা কেউই জানেন না। হয়তো যারা ইংরেজি ভাষায় কথা বলেন এবং যাদের মাতৃভাষা ইংরেজি, তাদের কাছেও এই নামটি একেবারেই অজানা। চলুন সেটাই আপনাদের আজকে আমরা জানিয়ে দিচ্ছি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে ইংরেজি শব্দ ট্রেনের ফুল ফর্ম হল টুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইনকর্পোরেশন। প্রায় কেউই ট্রেনের এই ফুল ফর্ম জানেন না। আসলে ভারতেও ট্রেন কথাটি বেশি ব্যবহার করা হয়। টিকিটেও ট্রেন কথাটি লেখা থাকে। ট্রেনের এই ফুল ফর্ম কেউই ব্যবহার করে না। অনেকে আবার বলেন ট্রেন কথাটি আসলে ইংরেজি নয় এটা এসেছে ফরাসি থেকে। ফ্রান্সে এই ধরনের যানবাহনকে বলা হয় TRAHINER। সেখান থেকেও ট্রেন কথাটি আসতে পারে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।

About Author