বাঙালির শ্রেষ্ঠ পুজা দূর্গা পুজা। এইদিন সকল বাঙালী জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে একত্রিত হয়। আজ মহাষষ্ঠী, দেবী দূর্গা মায়ের পুজা শুরু আজ। এই পুজোতে অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এক সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবারের দূর্গা পুজায় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কালীঘাটের বাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের টালিচারার বাড়িতে বসেই এই কিছুদিন গোটা রাজ্যের আইনশৃঙ্খলার ওপর নরজ রাখবেন মুখ্যমন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই সময় ওই বাড়িতে চলবে চিফ মিনিস্টার্স অফিস। উৎসবে কোনো অপ্রীতিকর যাতে না ঘটে, তার জন্য দলের সব বিধায়ক-মন্ত্রী এবং সাংসদের নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।