ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার কাছে নৌকা ছাপানো দশ টাকার নোট আছে? তাহলে আপনি পাবেন ৫ লক্ষ টাকা, জানুন কীভাবে

ইবে ওয়েবসাইটে এই ধরনের নোট বিক্রি করা চলছে

Advertisement
Advertisement

এই মুহূর্তে সকলেই একটু বেশি ইনকাম করতে চান এবং এই বেশি ইনকাম করার একাধিক রাস্তা সন্ধান করতেই থাকেন। কেউ চাকরির সাথেই করছেন নিজের ব্যবসা। আবার কেউ কেউ করছেন বিনিয়োগ। সবকিছুরই রিস্ক অনেক বেশি। কিন্তু, আপনারা কি জানেন, এমন একটি রাস্তা আজকের দিনে রয়েছে, যার মাধ্যমে আপনি খুবই সহজে টাকা রোজগার করতে পারেন বাড়ি বসেই। আপনাদের জন্যই আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি পদ্ধতি যার ব্যাপারে হয়তো আপনারা জানবেন না। আপনার কাছে যদি পুরনো কিছু নোট এবং কয়েন থাকে তাহলে আপনিও প্রচুর টাকা রোজগার করতে পারবেন এই সমস্ত নোট দিয়ে। এটা লটারি পাওয়ার থেকেও বড় একটা বিষয়। সম্প্রতি এরকম একটি খবর সামনে এসেছে যার মাধ্যমে পুরনো নোট বিক্রি করে আপনি ৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। চলুন এই ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

১০ টাকার নৌকার ছবিওয়ালা বিক্রি

Advertisement

জেনে নিন টাকা উপার্জনের কৌশল। ১০ টাকার এই নোটটি অনেক আগে থেকেই ভারতে প্রচলিত ছিল। এই ১০ টাকার নোটটি ১৯৪৩ সালে ব্রিটিশ রাজের সময় ইস্যু করা হয়েছিল। এই নোটে স্বাক্ষর করেছেন তৎকালীন ভারতীয় রিজার্ভ ব্যাংক গভর্নর সিডি দেশমুখ। একপাশে অশোক স্তম্ভ, অন্যপাশে এই ১০ টাকায় ছাপানো রয়েছে নৌকার ছবি। এছাড়া নোটের উভয় পাশে ইংরেজিতে ১০ টাকা লেখা রয়েছে। এই নোট যদি আপনার কাছে থাকে, তাহলে সেটি বিক্রি করে আপনি সহজেই টাকা আয় করতে পারবেন।

Advertisement
Advertisement

কিভাবে করবেন বিক্রি?

নতুন বা পুরাতন নোট বিক্রি করতে প্রথমে www.ebay.com এ ক্লিক করুন।

এবার একটি হোম পেজ খুলবে। এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এখানে ‘বিক্রেতা’ হিসেবে নিজেকে নিবন্ধন করুন।

আপনার নোটের একটি পরিষ্কার ছবি নিন এবং এটি সাইটে আপলোড করুন।

তারপর, ইবে আপনার বিজ্ঞাপনটি সেই লোকেদের দেখাবে যারা এই ধরনের নোট খুঁজছেন।

এখন যারা এই অ্যান্টিক নোট কিনতে চান তারা আপনার সাথে যোগাযোগ করবেন।

এবারে আপনি এই লোকেদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার নোটের মূল্য নির্ধারণ করতে পারেন৷

এর পরে, আপনি সঠিক মূল্য পেলে আপনার নোট বিক্রি করতে পারেন।

Advertisement

Related Articles

Back to top button