ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বিয়ে করেছেন, স্ত্রীকে খুশি করতে অনেক দামী দামী উপহারও দিচ্ছেন? কিন্তু তাও স্ত্রীকে খুশি করতে পারছেন না। কিছু কিছু সময় স্ত্রী তবুও আপনার উপর রেগে যাচ্ছে! কিন্তু কিছু ছোট ছোট বিষয় খেয়াল করলেই আপনি আপনার স্ত্রীকে খুশি রাখতে পারবেন। দেখে নিন কি সেই বিষয়গুলি যেগুলো প্রায়শই আপনি ভুল করেন।
অধিকাংশ নারীরাই যেখানে সেখানে ভিজে তোয়ালে, নোংরা জুতো এসব রাখা পছন্দ করেনা। তাই স্ত্রীর মন পেতে নির্দিষ্ট জায়গায় রাখুন এগুলো। হয়তো অনেকেরই অভ্যাস থাকে না এগুলো করার, কিন্তু কিছুদিন চেষ্টা করুন, ধীরেধীরে অভ্যস্ত হয়ে যাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযখন বাজারে যাবেন, বা বাড়ির কাজে লাগবে এমন কিছু আনতে যাবেন, তখন স্ত্রী যেটা বলবে সেটাই আনবেন। ভুল করে উল্টোপাল্টা জিনিস আনা আপনার স্ত্রী পছন্দ নাই করতে পারেন।
নারীরা কথা শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করেন। তাই যখন আপনার স্ত্রী কোনো কথা বলবে তখন সেটা মন দিয়ে শুনুন। সংসারের সব খুঁটিনাটি বিষয়সহ সবরকম কথাই আপনার সঙ্গে শেয়ার করতে চাইবে আপনার স্ত্রী। তার এইসমস্ত কথাগুলো মন দিয়ে শুনলে আপনার স্ত্রী খুশি হবে।
নারীরা প্রশংসা শুনতে একটু বেশিই ভালোবাসে। তাই স্ত্রীকে খুশি রাখতে তার রান্না, সাজগোজ, ঘর সাজানো সবকিছুরই প্রশংসা করুন। এতে করে আপনার স্ত্রী অনেকটাই খুশি হবে।