এবছরের মত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ। মা চলে গেছেন কৈলাসে। এবার পালা মা লক্ষ্মী দেবীর। আজ, রবিবার বাঙালির সমস্ত ঘরে এই পুজো হয়। ধন,যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটি পরিবার।
কিন্তু পুজোর সময় ভুল করেও এই কাজগুলি করবেন না,নাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অভিশাপ। জেনে নিন কি কি করা বারন:-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১)মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে পুজোর সময় ভুল করেও কাসঁর, ঘণ্টা বাজাবেন না। ২) পুজোর কাজে একেবারেই লোহার জিনিস ব্যাবহার করবেন না। ৩) মা লক্ষ্মীকে ভুলেও তুলসী পাতা দেবেন না। ৪) ধূপ- দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর বাম দিক রাখবেন না। ৫)আজকের দিনে লাল বা সবুজ পোশাক পরবেন না। ৬)মায়ের মূর্তি ভুল করেও সাদা কিংবা কালো বস্ত্রের ওপর রাখবেন না।