Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘পড়ুয়াদের নিয়ে রাজনীতি করবেন না’, ফের রাজ্যপালের তোপের মুখে মুখ্যমন্ত্রী

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত নতুন নয়। মাসের শেষ শনিবারে সেই সংঘাত আরও একবার জোরালো হয়ে উঠল। শুক্রবার পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী…

Avatar

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত নতুন নয়। মাসের শেষ শনিবারে সেই সংঘাত আরও একবার জোরালো হয়ে উঠল। শুক্রবার পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি টুইট করে মমতাকে খোঁচা দিয়ে বলেন, ‘পড়ুয়াদের নিয়ে রাজনীতি করবেন না। তোষণের রাজনীতি বন্ধ করুন। কেন সুপ্রিম কোর্টের নির্দেশ ভাল করে পড়া হচ্ছে না। পড়ুয়াদের নিয়ে রাজনীতি না করে তাদের গুরুত্ব দেওয়া উচিত।’ আর তাঁর এই টুইটার ফলেই ফের খবরের শিরোনামে উঠে এল রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত।

প্রসঙ্গত, শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া প্রসঙ্গে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরও তৃণমূল-কংগ্রেস ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা কীভাবে নেওয়া সম্ভব, তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবে এর পাশাপাশি সেপ্টেম্বরে কোনওভাবেই কোনও পরীক্ষা হবে না, এমনটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও কেন সেপ্টেম্বরে পরীক্ষা হবে না সেই নিয়ে সাওয়াল করেছেন রাজ্যপাল। তার ফলেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর এই টুইট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About Author