Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডে বাজতে চলেছে সানাই! দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা

মুম্বই: বলিউডের (Bollywood) একের পর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসছেন। এবারে বয়ফ্রেন্ড, ব্যবসায়ী বৈভব রেখির (Vaibhav Rekhi) সঙ্গে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা (Diya Mirza)। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি (February) মাসেই…

Avatar

মুম্বই: বলিউডের (Bollywood) একের পর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসছেন। এবারে বয়ফ্রেন্ড, ব্যবসায়ী বৈভব রেখির (Vaibhav Rekhi) সঙ্গে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা (Diya Mirza)। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি (February) মাসেই বিয়ে সারবেন দিয়া। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন খুব কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা‌। গত বছর এই জুটির সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালের অগস্ট (August) মাসে তাঁর পাঁচ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ হয়েছিল।

খবর অনুযায়ী, দিয়া মির্জা এবং বৈভব রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। যদিও বৈভবের ব্যাপারে বিস্তারিত এখনও পর্যন্ত জানা যায় নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৯ সালের অগস্ট মাসে দিয়া এবং সাহিল সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন যে তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। ২০১৪ সালের অক্টোবর মাসে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছর পর সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এরপর তাঁরা সিদ্ধান্ত নেন নিজেদের জীবন অন্যভাবে শুরু করার। যদিও তাঁরা এখনও একে অপরের বন্ধু রয়েছেন।দিয়া জানিয়েছিলেন, ” ১১ বছর একসঙ্গে থাকার এবং একে অপরের জীবন ভাগ করে নেওয়ার পর আমরা একত্রিতভাবে বিচ্ছেদের সিদ্ধান্তে এসে পৌঁছেছি। একে অপরের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে। সেজন্য আমরা বন্ধু থাকবো। আমাদের দুজনের রাস্তা এবার ভিন্ন হলেও আমরা একে অপরের সঙ্গে যেই বন্ধুত্ব শেয়ার করি, সেটা আজীবন থাকবে।”

About Author