Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীপাবলি অফারে কিনে নিন TVS Apache RTR 160, প্রতি মাসে খরচ হবে মাত্র ৪,৪১৫ টাকা, জানুন EMI স্কিম

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। বাজেট মূল্যের মধ্যে স্পোর্টস লুকের বাইক হল TVS Apache RTR 160। এই বাইকের দুর্দান্ত পারফরম্যান্স ও সেইসাথে বেশি মাইলেজ সকলকে আকর্ষিত করে। আপনি এই দীপাবলিতে এই বাইক অত্যন্ত কম মূল্যে কিনতে পারবেন। কোম্পানি আপনার জন্য এনেছে বিশেষ সাশ্রয়ী ইএমআই স্কিম। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভারতীয় বাজারে TVS Apache RTR 160 এর দাম ১.৪৩ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৫০ লক্ষ টাকা। এটি দেশের রাজধানী দিল্লির অনরোড মূল্য। আপনি শুনলে অবাক হবেন যে এই বাইক আপনি মাত্র ২০,৯৯৯ টাকা খরচ করে বাড়ি আনতে পারবেন। এটি ডাউন পেমেন্ট হিসাবে নেওয়া হবে। এরপর আপনি ৩ বছর ধরে EMI দিতে পারেন। সুদ লাগবে ১০%। আপনাকে ৩ বছর ধরে প্রতি মাসে মাত্র ৪,৪১৫ টাকা দিতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর আসা যাক, এই বাইকের ফিচার স্পেসিফিকেশন সমন্ধে। নতুন বেশকিছু কসমেটিক পরিবর্তন নিয়ে এসেছে TVS Apache RTR 160। এই বাইকে ১৫৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন আছে। বাইকটি এখন একটি সম্পূর্ণ এলইডি হেডলাইট এবং ডিআরএল ইউনিট দিয়ে সজ্জিত। অন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে, এটি ব্লুটুথ সংযোগ সহ একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পায়, যা স্লিপার ক্লাচ সহ ডুয়াল চ্যানেল ABS সহ তিনটি ড্রাইভিং মোডে আসে। ড্রাইভিং মোডগুলির মধ্যে রয়েছে রেইন, আরবান এবং স্পোর্ট মোড। এই বাইকটি মাইলেজ দেয় ৪৫-৫০ kmpl।

About Author