Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোনু নিগমের হুমকি, ‘অকৃতজ্ঞ’ বললেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা কুমার খোসলা

গত ১৪ ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পেছনে স্বজনপোষণের কারণ উঠে আসছে বারবার। এই বিষয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন…

Avatar

গত ১৪ ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পেছনে স্বজনপোষণের কারণ উঠে আসছে বারবার। এই বিষয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন সোনু নিগম। সেখানে তিনি বলেন অভিনয় জগতের পাশাপাশি সংগীত জগতে রয়েছে স্বজনপোষণ। যদিও প্রথমে তিনি নাম উল্লেখ করেননি তবে তিনি সংগীতজগতের বড় বড় মাফিয়া উপস্থিত থাকার কথা বলেন। তার দাবি ছিল মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে দুইজন ব্যক্তি। এরপর সোমবার হাটে হাঁড়ি ভেঙে সরাসরি হুমকি দেন টি-সিরিজের কর্ণধার ভুষণ কুমারকে। তাকে ‘মিউজিক মাফিয়া’ বলে কটাক্ষ করে পুরনো মি-টু মামলা সংক্রান্ত ভিডিও প্রকাশ করে দেওয়ার কথা বলেন সোনু নিগম।

এই বিষয়ে ভূষণ কুমার কোন মন্তব্য না করলেও স্বামীর হয়ে মুখ খোলেন স্ত্রী দিব্যা কুমার খোসলা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উত্তর দেন সোনু নিগমকে। তিনি লেখেন, “বর্তমানে প্রধান কথা হল কে কত ভালোভাবে ক্যাম্পেন চালাতে পারছে। এখন দেখছি লোকজন মিথ্যেটাও বিক্রি করে দিচ্ছে, কারণ তাদের ক্যাম্পেনটা খুব জোরালো। সোনু নিগমও হল এইরকম একজন মানুষ যে জানে কীভাবে দর্শকদের মনের সঙ্গে খেলতে হয়, ভগবান এই পৃথিবীকে রক্ষা করুক।” শুধু তাই নয় তিনি আরও লেখেন, “সোনুজি টি-সিরিজ আপনাকে তৈরি করেছে, আপনাকে সুযোগ দিয়েছে ইন্ডাস্ট্রিতে,আপনাকে এগিয়ে নিয়ে গেছে..আপনার যদি এতোই রাগ ছিল ভূষণের উপর তাহলে আগে কেন বললেন না, আজ জনপ্রিয়তার জন্য এইসব করছেন..আপনার বাবার কত ভিডিও আমি নিজে পরিচালনা করেছি, উনি অনেক কৃতজ্ঞতা জানাতেন, কিন্তু কিছু মানুষ হয়ই অকৃতজ্ঞ… আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যায়ার কা।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোনু নিগমের হুমকি, 'অকৃতজ্ঞ' বললেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা কুমার খোসলা

সোমবার প্রকাশ প্রকাশ হওয়া ভিডিওর ক্যাপশনে সোনু নিগম লেখেন “লাথো কে মাফিয়া বাতো সে নেহি মানতে।” এছাড়া ভিডিওতে অভিযোগ করেন “তুই ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিস। তুই হয়তো ভুলে গেছিস যখন আমার আছে এসে বলেছিলি, দয়া করে আমার একটা অ্যালবাম করে দাও, দিওয়ানা করে দাও। ভাই স্মিতা ঠাকরে, বাল ঠাকরের সঙ্গে দেখা করিয়ে দাও। আবু সালেমের হাত থেকে আমাকে বাঁচাও। আমি তোকে বারণ করছি আমার সঙ্গে ঝামেলায় জড়াস না।”

অন্যদিকে দু’বছর আগে ভূষণ কুমারের বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিলেন মারিনা কুওয়ার নামক এক উঠতি গায়িকা। তার প্রসঙ্গও তোলেন সোনু। বলেন, “মারিনা কুওয়ারকে মনে আছে? ও কেন কথা বলে পিছিয়ে গেল আমি জানি না। তবে মিডিয়া জানে মাফিয়ারা কীভাবে কাজ করে। সব ভিডিও আমার কাছে আছে। আমার সঙ্গে পাঙ্গা নিলে সেই সব ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেব।”

About Author