নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে অফশোল্ডার হাই থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। হলুদ টিউব ব্রায়ের সাথে ফ্লোরাল প্রিন্টের হাই থাই স্লিটেড স্কার্টে ছিলেন অভিনেত্রী। সবুজ ফ্লোলার প্রিন্টের এই পোশাকে এদিন কাঁধ থেকে নামিয়েই ক্যামেরার সামনে হাজির ছিলেন তিনি। এই বেশে মানানসই অলংকারে নুড মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন ডার্ক নুড শেডের লিপস্টিকও। স্মোকি আই মেকাপে অভিনেত্রীর চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট, যা তার অনুরাগীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। অবশ্য সেইসমস্ত প্রতিক্রিয়া অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।
কাঁধ থেকে পোশাক নামিয়েই ক্যামেরার সামনে দিব্যা, ঘুম উড়েছে ভক্তদের (PHOTOS)
দিব্যা আগারওয়াল হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ। ২০১৭ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন দিব্যা।…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?